আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর মন জয় করার কৌশল

সত্যের চেয়ে অপ্রিয় আর কিছু নেই
বন্ধুর মন জয় করার কৌশল জীবনের একেক সময়ে একেক রকম মানুষের সাথে পরিচয় ঘটে। স্মৃতিপটে জমা হয় মধুর নানা ঘটনার। পৃথিবীতে একজন মানুষের সাথে অন্য মানুষদের যতরকম সম্পর্ক হয় তার মধ্যে অন্যতম বন্ধু। বন্ধুত্ব এমনই এক সম্পর্ক যা অমর, অক্ষয়, অবিনশ্বর। আবার মানুষের জীবনে নানারকম বন্ধু থাকে।

সময়ের বন্ধু, অসময়ের বন্ধু, দরকারি বন্ধু, বেদরকারি বন্ধু, ইচ্ছে করলে আরো নানা কিসিমের বন্ধু বের করা সম্ভব। কিন্তু যে বন্ধুটির সঙ্গে আপনি আপনার জীবনের সকল আলোকিত আর অন্ধকার ঘটনার কথা শেয়ার করতে পারবেন, নির্দ্বিধায় ভাগ করে নিতে পারবেন হাসি, কান্না, দুঃখ-আনন্দ, সেই বোধকরি আপনার কাছে প্রকৃত বন্ধু হিসেবে বিবেচিত হবে। আর প্রিয় বন্ধুটির মন জয় করতে হবে কীভাবে তা নিয়েই এ লেখা। বন্ধুত্ব মানে বিশ্বাস, আস্থা। আপনার বন্ধুর সাথে তাই এমন আচরণ করবেন যাতে সেই বিশ্বাস চিরদিন থাকে।

নিজের বিশ্বাসকে বজায় রাখতে পারলে দেখবেন আপনার বন্ধুটিও আপনাকে অনেক পছন্দ করছেন। সেই সাথে বন্ধুর আনন্দ-বেদনাকেও শেয়ার করতে হবে। তার বিপদে পাশে থাকতে হবে। কোনো কারণে আপনার বন্ধুটি কোনো ভুল করলে তাকে শোধরানোর সুযোগও দিতে হবে। আপনি হঠাৎ আবিষ্কার করতে পারেন আপনার বন্ধুটি তার নতুন বয় বা গার্ল ফ্রেন্ডের সাথে বেশি সময় কাটাচ্ছে।

তখন আপনার খারাপ লাগতেই পারে। আপনি ভাবতে পারেন এই সম্পর্কের অধিকার আপনারই বেশি। কিন্তু পছন্দ যেহেতু আপনার বন্ধুর তাই কিছু বলার নেই। যদিও অনেক সময় দেখা যায় ভাল বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিয়েছে এবং সফল হয়েছে। এই সম্পর্কের টানাপোড়েন নিয়ে বন্ধুতে বন্ধুতে মারামারি হওয়ার ইতিহাসও আছে।

একজন ভাল বন্ধু কখনোই আরেক বন্ধুর সম্পর্কে বাধা দেবে না। কিন্তু একথা সত্যিই কষ্টের যদি সেই বন্ধুটি নতুন আসা মানুষটির জন্য পুরনো বন্ধুকে ভুলে যায় বা এড়িয়ে চলে। এমন ঘটনা তরুণ বয়সে বিশেষ করে টিনএজ সময়ে বেশি ঘটে থাকে। মনে রাখবেন প্রকৃত একজন বন্ধুই হতে পারে দুঃসময়ের সারথি।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।