আমাদের কথা খুঁজে নিন

   

দেশের বহুমুখী সমস্যার একটি অন্যতম কারন-

SHADOW OF LOVE

দেশের বহুমুখী সমস্যার একটি অন্যতম কারন-নৈতিক অবক্ষয়। সন্ত্রাস, দুর্নীতি, অশ্লীলতা, নগ্নতা, এসিড নিক্ষেপ, ধর্ষণসহ অন্যান্য অপকর্ম বদ্ধ হয়ে যেতো-যদি দেশের মানুষ উন্নত নৈতিকার অধিকারী হতো । এসব সমস্যার মূল কারণ চিহ্নিত করে উপযুক্ত প্রতিকার ব্যাবস্থা না নিয়ে যত রকম চেষ্টাই করা হোক না কেন, ফলাফল নেতিবাচক থাকবে। দেশে বর্তমান যেভাবে অনৈতিকতাকে উৎসাহ ও পৃষ্ঠপোষকতা প্রদান করা হচ্ছে, তাতে পরিণতি অত্যন্ত আশংকাজন। অশ্লীল ও কুরূচিপূর্ন ম্যাগাজিন, পএ -পত্রিকা, উপন্যাস এবং বইপত্রে স্টলগুলো সয়লাব।

আমাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য,কৃষ্টি ও মূল্যবোধহীন ধর্মবিদ্বেষী, ভোগবাদী, নাস্তক ও নৈতিকতাহীন ভাব ধারার প্রবন্ধ কলাম ও পএ -পত্রিকায় বেশি ছাপানো হচ্ছে। রেডিওর অনুষ্ঠান বাদে অধিকাংশই চটুল বা উত্র্রেজক গান -বাজানা। টেলিভিশন, স্যাটেলাইট চ্যানেলসমূহের অনুষ্ঠান দর্শকদের নৈতিক অবক্ষয়কে ত্বরান্বিত করছে। পাগলামী, উচ্ছংখলতা, উদ্যোম নৃত্য, কুরুচিপুর্ণ ভাষা, এবং যৌন উত্র্রেজনা, সৃষ্ঠিকারা কর্মকান্ডই অনুষ্ঠনের মূল উপজীব্য। সবচাইতে নোংরা অবস্থানে রয়েছে চলচিত্র।

রাস্তাঘাটে ছায়াছবির পোস্টার দেখেই আঁতকে উঠতে হয়। তরুণ সমাজের নৈতিকতাকে পশুর চেয়েও কতটা নীচে নামিয়ে দিচ্ছে এই গনমাধ্যম। জাতিকে সুস্থ,সুন্দর ও আদর্শবান হিসেবে গড়ে উঠার জন্য অনুপ্রাণিত করুন। শুভকামোনা সবার জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।