আমাদের কথা খুঁজে নিন

   

এবার রাবিতে সাংবাদিককে ছাত্রলীগের মারধর

সবকিছুতেই আনন্দ খুঁজি।

শিক্ষককে মারধরের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা একজন সাংবাদিককে মারধর করেছেন। রোববার রাতে দৈনিক দিনকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুনসুর আলীকে মারধর করেন সংগঠনটির ৭/৮জন কর্মী। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন দৈনিকের রাবি প্রতিনিধিরা সোমবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শেষে উপাচার্যকে স্মারকলিপি দেন।

কিছুদিন আগে সংগঠনের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন ফোকলোর বিভাগের শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে মারধর করেন। বর্তমানে এমদাদ কারাগারে আছেন। মুনসুর আলী সাংবাদিকদের বলেন, রোববার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২২১ নম্বর কক্ষে ছাত্রলীগ কর্মী দেলোয়ার হোসন ওরফে ডিলস (নৃবিজ্ঞান তৃতীয় বর্ষ) ও খালেদ হাসান ওরফে নয়নের (ব্যবস্থাপনা পঞ্চম সেমিস্টার) নেতৃত্বে ৭/৮ জন কর্মী তাকে মারধর করে চলে যায়। পরে অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে। ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেন বলেন, সাংবাদিককে মারধরের ঘটনায় ডিলস ও নয়নকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

সহকারী প্রক্টর মুসতাক আহমেদ জানান, ঘটনা তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-রাবিসাস'র এক বিবৃতিতে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ কর্মীদের হামলায় মারা গেছেন ছাত্রমৈত্রী পলিটেকনিক শাখার সহ-সভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরী ওরফে সানি। খবর: বিডিনিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.