আমাদের কথা খুঁজে নিন

   

কুড়ান মানিক !



হযরত আবুবকর(রাঃ) এর বানী - ১। পিতা মাতার সন্তুষ্টি দুনিয়ার বুকে শান্তি সমৃদ্ধি ও আখেরাতের মুক্তির সর্বাপেক্ষা নির্ভরযোগ্য উপায়। ২। শুধু বিদ্যার সাধনায় যারা লিপ্ত থাকে তারাও দুনিয়াদার। দ্বীনদার ব্যক্তিগন এলেমের সাথে আমলের সাধনায়ও লিপ্ত হন।

৩। ভেতর ও বাহির অভিন্ন থাকাটাই প্রকৃত সততা। ৪। যে দিনটিতে তুমি কোন সৎকর্ম করতে পারনি সেই দিনটির জন্য অনুশোচনায় তোমার ক্রন্দন করা কর্তব্য ৫। স্বল্প সম্পদ আত্নার শান্তি,দুশ্চিন্তা থেকে মুক্তি ও আখেরাতে হিসাব সহজ হওয়ার কারন হবে।

প্রয়োজনের অতিরিক্ত ধন সম্পদ নানা দু্শ্চিন্তা,উদ্বেগ, উৎকন্ঠা ও আখেরাতে কঠিন হিসাবের কারন হবে। ৬। কোন জালেমকে ক্ষমা করা ,মজলুমের উপর জুলুম করা। ৭। যে ব্যক্তির মধ্যে এলেম,হেকমত এবং ফেকাহর সুক্ষ জ্ঞানের সমন্বয় রয়েছে তারাই আলেমে রব্বানী।

৮। ক্রোধের সর্বোত্তম চিকিৎসা হছ্ছে নীরবতা। ৯। প্রত্যেক আমলের প্রতিদানের একটা পরিমাপ আছে। কিন্তু সবরের যে প্রতিদান দেওয়া হবে তার কোন পরিমাপ নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।