আমাদের কথা খুঁজে নিন

   

তিন গোয়েন্দা (কিশোর, মুসা, রবিন) মনে আছে তো? এইবার মুভি দেখেন

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
হ্যাল্লো কিশোর বন্ধুরা আমি কিশোর পাশা বলছি অ্যামিরিকার রকি বীচ থেকে। জায়গাটা লস অ্যান্জেলসে, প্রশান্ত মহাসাগরের তীরে। হলিউড থেকে মাত্র কয়েকমাইল দূরে। যারা এখনও আমাদের পরিচয় জানো না, তাদের বলছি আমরা তিন বন্ধু একটা গোয়েন্দা সংস্থা খুলেছি। নাম তিন গোয়েন্দা আমি বাঙালি, থাকি চাচা-চাচীর কাছে। দুই বন্ধুর একজনের নাম মুসা আমান। ব্যায়ামবীর, অ্যামিরিকার নিগ্রো, আরেকজন রবিন মিলফোর্ড, আইরিশ অ্যামিরিকান, বইয়ের পোকা।--উইকিপিডিয়া রকিব হাসানের সেবার এই বিখ্যাত সিরিজটির বই পড়ে নি এইরকম লোক বোধকরি খুজে পাওয়া দুস্কর হবে....মূলত রবার্ট আর্থারের গল্পের বইয়ের ছায়া অবলম্বনে এই সিরিজটি তৈরি...সিরিজের পরে আসে জর্জিনা...রাফি (কুকুর), ওমর শরীফ ইত্যাদি...তাদের অঘোষিত বস হিসাবে থাকে ডেভিস ক্রিস্টোফার.... কৈশোরের এই আ্যডভেন্চার দেখতে পারেন এখন মুভিতে...জার্মান পরিচালক ফ্লোরিয়ান বাক্সমেয়ারের মুভি The Three Investigators and the Secret of Terror Castle (2009) [জার্মান নামঃ Die Drei ???] [বোকা-বোকা চেহারায় পাওয়া যাবে কিশোরকে....লম্বা জন রবিন এবং কোকড়া চুলে মুসা] মূল মুভিটি জার্মান ভাষায় হলেও ইংরেজীতে ডাব করা ভার্সণও রিলিজ করা হয়েছে...একাধিক ডাউনলোড লিংক পাওয়া যাবে এখানে । স্টেজভ্যু লিংকঃ http://stagevu.com/video/vndfsfqubczy ইংরেজী ট্রেইলারঃ মুভিটি এখন দেখছি...তাই বিস্তারিত বলতে পারলাম না...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।