আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আকাঙ্খার ছোট্ট গান: ফেদেরিকো গার্সিয়া লোরকা

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

সবুজ সকালে হতে চাই হৃদয়। হৃদয়। আর গানের পাখি হব ভর সন্ধ্যায় ।

গানের পাখি। (আত্মা, কমলার রঙে যাও। আত্মা, ভালোবাসার রঙে যাও। ) কোলাহল মূখর সকালে আমি হতে চাই আমি। হৃদয়।

আর আসন্ন সন্ধ্যায় আমি হতে চাই আমার কন্ঠস্বর। গানের পাখি। আত্মা, কমলার রঙে যাও। আত্মা, ভালোবাসার রঙে যাও। Little Song of First Desire In the green morning I wanted to be a heart. Heart. And in the ripe evening I wanted to be a nightingale. Nightingale. (Soul, go the colour of oranges. Soul go the colour of love.) In the living morning I wanted to be me. Heart. And at evening’s fall I wanted to be my voice. Nightingale. Soul go the colour of oranges. Soul, go the colour of love!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।