আমাদের কথা খুঁজে নিন

   

‘রানা প্লাজা-তাজরীনের মতো ট্রাজেডি চাই না’

এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশের পোশাক শিল্পের মালিকদের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় তারা।
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান দেশটির অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক সহকারী মন্ত্রী জোসে ফার্নান্দেজ রোববার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ৪০ সদেস্যর এই প্রতিনিধি দল সফরে এসেছে।
ফার্নান্দেজ বলেন, “আমরা বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একসঙ্গে সামনে এগিয়ে যেতে চাই। রানা প্লাজা ও তাজরীণ ফ্যাশনসের মতো ট্রাজেডি আর দেখতে চাই না।


এর আগে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকে করে প্রতিনিধি দলটি।
ওই বৈঠকে এফবিসিসিআইর সাবেক সভাপতি আনিসূল হক, এ কে আজাদ ও বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ কয়েকজন সাবেক পরিচালক উপস্থিত ছিলেন।
তবে বৈঠকের আলোচনা নিয়ে বিজিএমইএ’র কেউ কোনো কথা বলেননি।
জোসে ফার্নান্দেজ বলেছেন, “বৈঠক ফলপ্রসূ হয়েছে। ”
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) সুবিধা নিয়ে কোনো কথা বলেননি তিনি।


বাংলাদেশে শিল্পের কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ থেকে এই সুবিধা বাতিলের একটি আবেদন নিয়ে সম্প্রতি শুনানি শেষ হয়েছে। আগামী মাসে রায় হবে।
তাজরীনে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর কয়েক মাসের মধ্যে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারখানার কর্মপরিবেশ উন্নয়নে চাপ দেয়া হচ্ছে।
একইসঙ্গে কারখানা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়েও দেশটির চাপ রয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.