আমাদের কথা খুঁজে নিন

   

তাজরীনের দেলোয়ার আর 'রানা প্লাজা'র মালিক রানা : দু'জনই আওয়ামী কিলার

এদেশে সিটি কর্পোরেশনের গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় বিএনপির মহাসচিব গ্রেফতার হয় কিন্তু আওয়ামী লীগ নেতা হওয়ার সুবাদে শত শত মানুষ হত্যাকারী তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার কিংবা সদ্য ধসে যাওয়ার রানা প্লাজা মালিক সোহেল রানার কিছু হয় না। কে এই সোহেল রানা ? একাধিক হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার সোহেল রানা স্থানীয়দের কাছে এক মূর্তিমান আতঙ্ক। এই ভবনের নিচতলায় সে গড়ে তুলেছিল টর্চার সেল। এখানে বিরোধী জোটের কর্মী এবং প্রতিপক্ষ লোকজনকে ধরে এনে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হতো। এছাড়াও এখানে গড়ে তোলা হয় মাদক ও নারী ব্যবসার আখড়া।

সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় রয়েছে যুবলীগ ক্যাডার রানার বিশাল বাহিনী। এই বাহিনী দিয়ে সে পুরো এলাকা নিয়ন্ত্রণ করত। তার দাপটে ওই এলাকার সাধারণ মানুষ ও নিরীহ ব্যবসায়ীরা ছিলেন আতঙ্কে। প্রকাশ্যে অপকর্ম করলেও এর প্রতিবাদ করার সাহস পেত না কেউ। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন যেখানে রানা প্লাজা গড়ে তোলা হয়েছে সেখানে এক সময় ছিল বিশাল দুটি পুকুর ও খালি স্থান।

স্থানীয় পাগলনাথ নামে এক হিন্দু ব্যক্তির এই জমির পাশে সোহেল রানার বাবা আবদুল খালেকের তেলের মিল ছিল। ১৯৯৭ সালের দিকে ক্ষমতার দাপটে পাগলনাথের প্রায় দুই একর জমি দখল করে নেয় রানা। এ ব্যাপারে পাগলনাথ আদালতে মামলা করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। অথচ আদালতে মামলা চলাকালে ২০০৭ সালে এখানেই গড়ে তোলা হয় আটতলা রানা প্লাজা।

(সুত্র) এবার জানা যাক তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার সম্পর্কে-- নিশ্চিন্তপুরে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৪ শ্রমিকের লাশ হওয়ার মৃত্যুপুরী তাজরীন ফ্যাশন লিমিটেড নামের গার্মেন্টটি তোবা গ্রুপের আওতাভুক্ত একটি প্রতিষ্ঠান। তোবা গ্রুপের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন। তিনি আওয়ামী লীগ সমর্থক একজন প্রভাবশালী ব্যবসায়ী। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর বিগত নির্বাচনেও তিনি আওয়ামী সমর্থিত প্যানেলের পক্ষে জোরালো ভূমিকা পালন করেছেন। দেলোয়ার হোসেন জামালপুর-৩ আসনের (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে নির্বাচিত এমপি ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজমের ঘনিষ্ঠ ব্যক্তি।

জামালপুরের মেলান্দহ উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমান ঠিকানা ধানমন্ডিতে। কানাডার দ্য গ্লোব অ্যান্ড মেইল নামের একটি পত্রিকার অনলাইনে প্রকাশিত তথ্যমতে তিনি কানাডার নাগরিক। তিনি পরিস্থিতি সামাল দেয়ার জন্য আবার কানাডায় চলে যাওয়ার সুযোগ খুঁজছেন। সরকার ও বিজিএমইএ নেতারা তাকে আড়াল করে রাখছেন। মেলান্দহ পৌরসভার বাসিন্দা হাবীবুর রহমান জানান, বিগত নির্বাচনে দেলোয়ার হোসেন মহাজোটের প্রার্থী বর্তমান জাতীয় সংসদের হুইপ মির্জা আজমকে সমর্থক ও আর্থিক সহযোগিতা করেন।

মির্জা আজমের নির্বাচনী ব্যয়ের বড় একটি অংশ দেলোয়ার বহন করেছিলেন বলেও জনশ্রুতি রয়েছে। বিগত পৌরসভা নির্বাচনেও আওয়ামী সমর্থক প্রার্থীকে সহযোগিতা করেছেন বলে মেলান্দহের বাসিন্দারা জানিয়েছেন। বিস্তারিত পুলিশমন্ত্রী মখা আলমগীর ইতোমধ্যে রানা প্লাজার ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতা আবিষ্কার করেছেন। কয়েকদিন আগে কাফরুলে ছাত্রলীগ হামলায় দুই শতাধিক গাড়ি ভাংচুরের জন্যেও বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন। ক্ষমতার অপব্যবহার করে সাময়িকভাবে পার পাওয়া গেলেও হতাহতদের পরিবারের আর্তনাদ ও অভিশাপই একদিন আওয়ামী লীগের সর্বনাশ ডেকে আনবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.