আমাদের কথা খুঁজে নিন

   

গোধুলি



গোধুলি মোঃমেহেদীহাসান মেহেদী ঝুক্ ঝাক্ ঝিক্ শব্দ স্যালোর ঐ নদীপথ তটে, অন্তরে যেন লাগল দোলা ঢেউ এর মাতম তটে। ঝিঁ ঝিঁ ঝিঁ - পোকার ডাক শুনল তবে কান, নাহ্ আর মানাইনা অপমান। কি চিরি চিরি - পাখির কথায় চমকে আমি উঠি , সময় তবে ফুরালো বলে দিবা আসে নিশি। নির্জন ঐ সবুজ মাঠ সবাই ফিরেছে ঘরে, তবুও প্রাণীর নিরর্থ ডাক অন্তর যায় জুড়ে। চিং চিং চিং করে বলে - ঐ যে অজানা পাখি, বলছে কি যেন আপন মনে সুমধুর সুর ধরি।

দূর পল্লীতে জ্বলল আলো যেন রাতের তারা , যেন রাত নয় অনেগুলো জ্বলছে শুক তারা। ঘ্যঙর ঘ্যঙর ঘ্যাং - ঐ ব্যাঙ শব্দ করে, যেন সঙ্গীরে নিল কাছে সুখের শিকার হলে। ঐ যে ঐ দূর আকাশে গেল যে সূর্য তলে, পানির উপর রক্তিম আভা জলতরঙ্গ টলে। যেন ঐ দূর আকাশ রক্তিম আভা দিয়ে, বিদায় জানায় আজকের দিন সন্ধ্যা নামল বলে। যেন ঐ বালুচর রক্তিম আভা দিয়ে, লালে লাল হবে রক্তিমতায় অশ্র“ ঝরাবে বলে।

তবু জাগল নিশাচর সন্ধ্যা এলো বলে, নীরব নদীর কোল জুড়ে তাই গোধুলি গেল বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।