আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে মুম্বাইয়ের আইপিএল জয়

চেন্নাই সুপার কিংসকে ২৩ রানে হারিয়ে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের এটাই প্রথম আইপিএল শিরোপা। রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৮ রান করে মুম্বাই। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ৩ রানে তিন ব্যাটসম্যানের বিদায়ে চেন্নাইয়ের শুরুটা ভালো হয়নি।

প্রথম ওভারেই মাইক হাসি (১) ও সুরেশ রায়নাকে (০) সাজঘরে ফেরত পাঠান বিদায় করেন লাসিথ মালিঙ্গা। পরের ওভারে সুব্রামানিয়াম বদ্রিনাথকে (০) ফেরান মিচেল জনসন। মুরালি বিজয়ের (১৮) ও ডোয়াইন ব্রাভো (১৫) ছাড়া দলের প্রথম ছয় ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারায় ৫৮ রানে ৮ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে চেন্নাই। এরপরও চেষ্টা করেছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ৪৫ বলে তার অপরাজিত ৬৩ রানের ইনিংসটি পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।

মুম্বাইয়ের পক্ষে হরভজন সিং, মালিঙ্গা ও জনসন দুটি করে উইকেট নেন। এর আগে ১৬ রানে ৩ উইকেট হারানো মুম্বাইকে ৪ উইকেটে ১০০ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান দীনেশ কার্তিক (২১) ও অম্বাতি রাইডু (৩৭)। সেখান থেকে দেড়শ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব কাইরন পোলার্ডের। শেষ পর্যন্ত ৬০ রানে অপরাজিত পোলার্ডের ৩২ বলের ইনিংসে ৩টি ছক্কা ও ৭টি চার। চেন্নাইয়ের পক্ষে ৩২ রানে ৪ উইকেট নেন ব্রাভো।

চোটের কারণে ১৩ মে’র পরে মাঠে না শচীন টেন্ডুলকার খেলেননি ফাইনালেও। ২০১০ সালে মুম্বাইকে হারিয়েই প্রথম শিরোপা জিতেছিল গত আসরের রানার্সআপ চেন্নাই।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।