আমাদের কথা খুঁজে নিন

   

পড়ছি ইবসেনের 'এ ডলস হাউস'



গতকাল লাইব্রেরী থেকে বইটি তুললাম। নাটকে শেক্সপীয়ারের পর ইবসেনের নামই আসে। আগে 'এন এনিমি অব দ্যা পিপল' এর বাংলা অনুবাদের কিছু অংশ পড়েছিলাম। ভাল লেগেছিল। 'এ ডলস হাউস' তিন অংকের নাটক।

চরিত্রের সংখ্যা সাত। চারজন নারী আর তিনজন পুরুষ। এছাড়া তিনটি শিশু চরিত্রের উল্লেখ আছে। চরিত্র লিপিতে এদের কথা নেই। আর একজন কুলি ও একজন চাকরও আছে।

এখন পর্যন্ত দাম্পত্য জীবনের জটিলতার গল্পই মনে হচ্ছে। পুরোটা পড়ে লিখবো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।