আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদাবাজ

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

মুখ টা বন্ধ করুন জনাব। মশারা অত টা আর ভদ্র নেই কৌতুহলে পা ফেলতে পারে জিহ্বায়! দাঁতের ফাঁকে আটকে থাকা বাসি মদ গন্ধ ছড়াচ্ছে বেশ! মুখ টা বন্ধ করুন। সামান্য পিস্তল দেখেই ভয় পেয়ে গেলেন! গত হপ্তায় তেমাথার মোড়ে ক্রসফায়ার হয়ে যাওয়া লাশ দেখেছিলেন, বাসায় কাজের মেয়ের পিঠে স্ত্রীকৃত খুন্তি পোড়া দাগ দেখেছিলেন, বয়ফ্রেন্ডের সাথে মেয়ের গোপন ভিডিও দেখেছিলেন মোটা টাকাও ঢেলেছিলেন। তখন তো ভড়কে যান নি জনাব! সামান্য পিস্তল দেখেই ভয় পেলেন? চোখ দুটো কাতর হয়ে যাচ্ছে দেখি!! হা হা হা। হাসি পাচ্ছে।

মাত্র পাঁচ হাজারে যে গরীব লোকটির ভিটে মেরে দিয়েছিলেন গত মাসে, ছেলের অপকর্ম ঢাকতে খুন করিয়েছেন বস্তির যে মেয়ে কে, গভীর রাতে ঝাপটে ধরেন নাবালিকা গৃহপরিচারিকা তাদের চোখগুলোয় আরো অনেক কাতরতা ছিলো। তখন তো ভয় করেন নি!দয়া দেখান নি!! জ্বী জনাব। ঠিক ধরেছেন। টাকা চাই আমরা। মাত্র দশ লাখ।

আপনার এক মাসের উপরি মাত্র! দেরী করবেন না। ব্যবসার নামে আমাদের হাতে তুলেছেন মাদক। আজ আমরা কবিতা ভুলে গেছি। প্রেম ভুলে গেছি। মমতা ভুলে গেছি।

এই যে এ ছেলেটাকে দেখুন। বাবা মায়ের স্বপ্ন। ইউনি'র সেরা ছাত্র! হেরোইন নাকে না নিলে খুনে হয়ে যায় দৃষ্টি!! কিংবা শান্ত চেহারার এই ছেলেটা জাতীয় বিতর্কের চ্যাম্পিয়ন। স্বপ্নবাজ। এখন আর যুক্তি নয়,খোঁজে ফেন্সিডিল! ফুল নিয়ে নিত্য দাঁড়িয়ে থাকা ঐ ছেলেটার রাতদিন মদের ঘোরে থাকা এখন! আমার কথা না হয় বাদ দিলাম।

সেভেন মার্ডারের আসামী। রেডলিস্টেড। পুলিশের খাতায় আরো কিছু মামলাও আছে। ভেতরের কষ্টগুলো পুলিশ বোঝে না!! আর দেরী করবেন না। টাকা টা ক্যাশ দেবেন।

আমরা আছি বলেই আপনার বাড়ী-গাড়ী। তারকা হয়ে যাবেন। সবগুলো পত্রিকায় ছবি যাবে। 'ধরিয়ে দিন' পোস্টারে ভাসবে আমাদের ঘোলাটে চোখ! ভয় নেই। পুলিশই বাঁচাবে আবার।

আবার দেখা হবে। কথা দিচ্ছি,সেদিন টাকার পরিমাণ বাড়বে না কানা-কড়ি। ভালো থাকবেন জনাব। আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.