আমাদের কথা খুঁজে নিন

   

তোরন আমার অধিকার! তোরন আমার অহংকার!! (১৩+)

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

বিগত সেনা সমর্থিত সরকারের আমলে দেশে জরূরী অবস্থা জারি ছিল, বন্ধ ছিল মৌলিক অধিকার। এতে করে ২ বছর মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তারা এমনকি নির্বাচনের সময়ও কাউকে তোরন নির্মান করতে দেয়নি। যাই হোক এখন দেশে গনতান্ত্রিক সরকার রয়েছে। এখন আমরা মনের আনন্দে তোরন নির্মান করতে পারি।

পথে-ঘাটে, মাঠে-ময়দানে যেখানে খুশী সেখানেই এখন তোরন বানানো যায়। তা বড় একটি রাস্তার মাঝখানে হোক, তাতে কয়েকটি দুর্ঘটনা ঘটুক, মনুষ মরুক, কার কি আসে যায়। জংনের ম্যন্ডেট নিয়ে তোরন নির্মান হচ্ছে। অতএব সবজায়গায় তোরন বানানো শুরু হোক। সুন্দর সুন্দর রাস্তা কেটে সেখানে বাশ দিয়ে বানানো হচ্ছে তোরন।

কোথায় কোথায় বাশ দেয়া হচ্ছে তাতে কি আসে যায়। তোরন নির্মান নিয়ে কথা। এরশাদ চাচা তার চামড়ার বন্দুক দিয়ে কিছু করতে পারুক আর নাই পারুক জনগনকে বাশ দিয়ে তোরন নির্মান করে দেখিয়ে দিচ্ছে। আসুন আমরা আহবান করি যে সরকারী ভাবে সব জায়গায় স্থায়ী তোরন নির্মান করে দেয়া হোক। দেশে যদি আসাদ গেট থাকতে পারে তাহলে স্থায়ী তোরন নির্মান করে এরশদ গেট, জিনাত গেট, রওশন গেট, বিদিশা গেট নাম দিতে দোষ কি?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।