আশা নাই তাই মশারির ভেতর মশা ও নাই।
একসময় ছিলাম কর্পোরেট জগতে। খারাপ কাটেনি সময়গুলো। তার পর হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছিলাম। মাথার মধ্যে এরকম একটা পাগলামী আমার প্রায়ই কাজ করে।
এ ধরণের পাগলামী আমি আগেও করেছি এবং পস্তানো হয়েছিল অনেক। কিন্তু কয়লা ধুলে কি ময়লা যায়? শেষ চাকরিটি ছেড়ে অনেক লম্বা একটা বিরতী ছিল। কিছুটা ইচ্ছাকৃত কিছুটা পরিস্থিতির শীকার হয়ে, মানে চাকরী না পেয়ে।
কাল নতুন চাকরী তে জয়েন করছি। মন টা খুব খারাপ।
আমি আবার বাধা পড়লাম। এখন আর ইচ্ছা মত ব্লগে ঘুরে বেড়াতে পারব না, যেকোনও সময় হঠাৎ কক্সবাজার যেতে পারব না। যখন তখন গিটার নিয়ে বসতে পারব না। ফিরে যাচ্ছি আবার স্বাভাবিক জীবনে। নাকি অস্বাভাবিক জীবনে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।