আমাদের কথা খুঁজে নিন

   

আদিম যুগ এবং আদম (আ)

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

মানুষ রাগ ইমন এর পোষ্টে মন্তব্য করতে গিয়ে মনে একটা প্রশ্ন আসলো যে আদিম যুগ বলে কি কোনো যুগ আছে? আমরা আমাদের সমাজ বইয়ে আদিম যুগের ব্যাপারে অনেক কিছুই পড়েছিলাম। সেখানে স্পষটভাবে বলা আছে আদিম যুগের মানুষ গাছের বাকল পড়ে লজ্জা নিবারন করতো. . . তার মানে তার একসময় শরীরে কোনো কিছু পড়া ছাড়াই ঘোরাঘুরি করতো. . . তাদের ভেতর লজ্জা নিবারনের ব্যাপারটা মাথায় আসলো কি করে? তারা কি একজন আর একজনকে(নারী-পুরুষ) দেখলে কামার্ত হয়ে পড়তো? হা হা হা. . . যাই হোক, আদিম যুগে মানুষ কেনো কাপড় চোপড় পড়তো না? উঃ তখন কাপড় চোপর ছিলো না. . উত্তরটা এরকমই হওয়ার কথা. . ------------------------------------------------------- আদিম যুগেরও অনেক আগে পৃথিবীতে এসেছিলাম আদম (আ)। তিনিতো আল্লাহর ইবাদত করতেন। প্রশ্ন হলো তিনি কি কাপড় চোপড় পড়া ছাড়াই ইবাদত করতেন? আদিম যুগ বলতে কি আদৌ কিছু আছে? নাকি . . .

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।