আমাদের কথা খুঁজে নিন

   

HD PC এর কনফিগারেশন / HD Compatible বনাম HD-Ready

হালকার উপর ঝাপসা

হাই-ডিফিনেশন ভিডিও(HD-video) বলতে বোঝায় এমন ভিডিও সিস্টেম যার রেজুলেশন সাধারণ-ডিফিনেশন ভিডিও(SD-video)- এর রেজুলেশনের চাইতে বেশী। HD-video-এর রেজুলেশন হচ্ছে 1280x720 (720P) বা 1920x1080 (1080P/1080i). বাজারে গেলে বিভিন্ন ধরনের মনিটর বা টিভি পাওয়া যায় যাতে লেখা থাকে- HD Compatible আর HD-Ready. আপাতদৃষ্টিতে কোন পার্থক্য চোখে না পড়াই স্বাভাবিক। কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে। HD Compatible ডিসপ্লে সিস্টেম HD সিগন্যালকে ইনপুট নেয় কিন্তু আউটপুট হিসেবে যে রেজুলেশন দেয় তা HD হতে কিছুটা নিম্ন মানের রেজুলেশন। এই রেজুলেশন প্রচলিত SD-video হতেও নিম্ন মানের হতে পারে। অন্যদিকে HD-Ready ডিসপ্লে সিস্টেম HD-video-এর সিগনেলকে ইনপুট এবং আউটপুট হিসেবে নিতে পারে যার রেজুলেশন 720p, 1080i এবং 1080p এবং যাতে HD-tuner থাকে না। FULL HD বলতে 1080p কে বোঝায়। আমার এই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে HD-video কম্পিউটারে চালাতে গেলে নূনতম system configuration কত হওয়া দরকার তা জানা। এক্ষেত্রে দুটো জনপ্রিয় ভিডিও ফরমেট বিবেচনায় নেয়া হয়েছে-WMV HD আর DIVx / DIVx Plus HD. DIVx / DIVx Plus HD: ন্যূনতম ১)সিস্টেম সফটওয়্যার- এক্সপি/ ভিসতা ২)DirectX- ৯.০ বা তদূর্ধ্ব ৩)প্রসেসর- ইন্টেল পি-৩ ৭৩৩ মেহার্জ বা সমতূল্য (DIVx) বা ইন্টেল ৩.০ গিহার্জ ডি বা সমতূল্য (DIVx Plus) ৪)র্যাম- ১২৮ মেবা ৫)গ্রাফিক্স কার্ড-৬৪ মেবা. ৬)রেজুলেশন- ১২৮০x৭২০ ৭)সাউন্ডকার্ড- ১৬-বিট সুপারিশকৃত ১)সিস্টেম সফটওয়্যার- এক্সপি/ ভিসতা ২)DirectX- ৯.০ বা তদূর্ধ্ব ৩)প্রসেসর- ইন্টেল পি-৪ ১.৩ গিহার্জ বা সমতূল্য (DIVx) বা ইন্টেল কোর টু ডুয়ো বা সমতূল্য (DIVx Plus) ৪)র্যাম- ১২৮ মেবা বা তদূর্ধ্ব ৫)গ্রাফিক্স কার্ড- ৫১২ মেবা ৬)রেজুলেশন-১৯২০x১০৮০ ৭)সাউন্ডকার্ড- ২৪-বিট বা তদূর্ধ্ব WMV HD ন্যূনতম ১)সিস্টেম সফটওয়্যার- এক্সপি ২)DirectX- ৩)প্রসেসর- ইন্টেল পি-৪, ২.৪ গিহার্জ বা সমতূল্য ৪)র্যাম- ৩৮৪ মেবা. ৫)গ্রাফিক্স কার্ড- ৬৪ মেবা. ৬)রেজুলেশন- ১০২৪x৭৬৮ বা ১২৮০x৭২০ ৭)সাউন্ডকার্ড- ১৬-বিট সুপারিশকৃত ১)সিস্টেম সফটওয়্যার- এক্সপি ২)DirectX-৯.০ ৩)প্রসেসর- ইন্টেল পি-৪, ৩.০ গিহার্জ বা সমতূল্য ৪)র্যাম- ৫১২ মেবা. বা তদূর্ধ্ব ৫)গ্রাফিক্স কার্ড- ১২৮ মেবা ৬)রেজুলেশন- ১৪৪০x১০৮০ বা ১৯২০x১০৮০ ৭)সাউন্ডকার্ড- ২৪-বিট বা তদূর্ধ্ব যারা স্বাচ্ছ্বন্দ্যের সাথে HD-video দেখতে চান আশা করি তাদের কম্পিউটার আপগ্রেড বা নতুন কম্পিউটার ক্রয়ে এই রচনা সাহায্য করবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।