আমাদের কথা খুঁজে নিন

   

এই ছত্রগুলোর কোন কন্টেন্ট নেই-৩

শেষ বলে কিছু নেই

দেয়ালে একটি মৃন্ময় পেঁচা, পাশে টিকটিকি-জ্যান্ত টিকটিকির স্বাস্থ্য বলে দিচ্ছে গেরস্ত বেশ পয়মন্ত একটি প্রজাপতি টিকটিকির জিহ্বার লালা এড়িয়ে কোনমতে প্রাণ নিয়ে জানালা দিয়ে যায় বেরিয়ে... এই দৃশ্যটায় কোন কাব্য-টাব্যের ব্যাপার নেই অথবা নেই কোন থিম্যাটিক সিগনিফিকেন্স কিন্তু প্রজাপতির ডানায় রাতের অন্ধকার জড়াতেই একযোগে আড়মোড়া ভাঙে হেগ রোম এথেন্স... দেয়ালে মৃন্ময় পেঁচার পাশে কোন টিকটিকি নেই কোন প্রজাপতিও নেই টিকটিকির লোভের নাগালে একটা বহু-পঠিত গীতবিতান পাশে নিয়ে গেরস্ত ঘুমে হা ঈশ্বর! মাঝরাতে কেন তবে কবিকে জাগালে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।