আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকার ও নাস্তিকদের ফাঁসি চাই

শুরুতেই আমি রাজাকারের কথা বলতে চাই যারা রাজাকার তাদের ফাসির দাবি জানাই,যারা ১৯৭১ এ অনেক অত্যাচার করছে সাধারন মানুষের উপর এখানে আমার কোন আরজি নাই,আমার প্রশ্ন তাদের প্রতি যারা রাজাকারের আন্দোলনের নামে ইসলাম কে অবমাননা করছে তারা নিজেদের লেখাটা আর একবার ভাল করে দেখবেন যে আপনি কি লেখেছেন। আমি শিবির ,ছাত্রলিগ, বি এন পি, এদের কোন টাই না আমার একটাই দাবি আমি মুসলমান , আমি মুসলমান পিতা মাতার প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনার সন্তানদের ইসলাম ও কোরআন সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দেন আবার এখানে সুযোগ খুঁজেন না যে তা হলে ডাক্তার ,ইঞ্জিনিয়ার কারা হবে ,ইসলামী জ্ঞান সব পড়ালেখার পাশা- পাশি অর্জন করা যায় । এটা প্রত্যেক পিতা মাতারই দায়িত্য এবং কিয়ামতের দিন এরজন্য হিসাব দিতে হবে প্রত্যেক পিতা মাতাকে। যখন বহিরবিশ্বে ইসলামকে অবমাননা করা হয় তখন আমাদের দেশের ক্ষমতাসীন দল ও বিরোধী দল এর সমালোচনা করে এবং এর তিব্র নিন্দা ও তাকে ফাঁসির দাবি জানায় কিন্তু দুঃখের বিষয় হল যখন আমাদের দেশে মহানবী (সঃ) অবমাননা করা হল তখন তার বিরুদ্দে কোন কথাই বলল না আমদের দেশের প্রধান দুই নেত্রি এটা খুবই হাস্যকর বিষয়, আসলে তারা আমাদের কাছে কি চায় আপনারা এখন বুঝতে পারছেন নিশ্চয়ই, এবং বিভিন্য পত্রিকা খুললেই এখন দেখতে পারছি ইসলামী পাঠাগার এর উপর হামলা হচ্ছে ,পথে যারা ইসলামী পোশাক পরিধান করছে তাঁদের কে রাজাকার বলা হচ্ছে আমার মনে হয় আপনারা ভুলে গেছেন যে স্বাধীনতা অর্জনের সময় মুসলমানরাই আগে গজ্রে ওঠে ছিল পাকিস্তানের বিরুদ্দে । আমি মাননীয় প্রধান মন্ত্রী এর কাছ থেকে আশা করছিলাম যে ইসলাম অবমা্ননা করার জন্য করনীয় ব্যাবস্থা গ্রহন করবে এখন দেখছি সে পুরি বালি।

আমি এই লেখার মাধ্যমে ইসলামকে যারা অবমাননা করছে তাঁদের ফাঁসির দাবি ও রাজাকারের ফাঁসি চায়। চরমোনাই আর ক্বওমি মাদরাসার আলেমদের সাথে আমিও মাঠে নামছি। যুদ্ধাপরাধের ইস্যু নিয়া তোমরা আমার ইসলামকে নিয়া যা গেম খেলার চেষ্টা করতাছো!তোমরা পাইছো কী!কুলাঙ্গার নাস্তিক রাজিবরে আস্তিক বানানোর চেষ্টাতো কম করো নাই। আমার ধর্ম,রাসূল (সঃ) কে নিয়ে তো কম ব্যাঙ্গ করো নাই। আমি মাঠে নামছি আমার ঈমানের তাগিদে।

পারলে ঠেকাও!আমরা সাধারণ মুসলিম জনতার বাহুবল এখনো টের পাও নাই... টের পাইবা!"একটা একটা নাস্তিক ধর,ধইরা ধইরা হেদায়াত কর" "ইসলামের অবমাননা আমার সহ্য হয়নি তাই কিছু আমি আমার ইমানের তাগিদে কিছু লেখলাম মুসলমান ভাইরা আপনাদের ঈমানকে মুজবুত করার সুযোগ এসেছে ,নামাজ পড়েন আর মানুষের হেদায়েতের জন্য দোয়া করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.