আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েবে উবুন্টুর গেমস

মন খুলে কথা বলুন....

জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু এখন অনেকেই ব্যবহার করেন। লিনাক্সের জনপ্রিয় এ সফটওয়্যারে ছোট ছোট বেশ কিছু গেম রয়েছে। তবে ব্যবহারকারী অনেকেই উবুন্টুতে ভালো গেম খেলা যায় না বলে অভিযোগ করেন। তবে উবুন্টুতে খেলার জন্যও রয়েছে বেশ ভালো গেমস। উবুন্টুতে খেলার জন্য বিভিন্ন ধরনের গেম নিয়ে চালু হওয়া প্লেডেব ওয়েবসাইটে (http://www.playdeb.net) বিভিন্ন ধরনের গেমস রয়েছে।

অ্যাকশন, মিউজিক, এফপিএস, শিক্ষা, পাজল, স্পেস, লজিকসহ নানা বিভাগে রয়েছে অনেক গেম। উবুন্টুর সর্বশেষ সংস্করণ ৯.১০ বা ৯.০৪ সংস্করণে খেলার উপযোগী এসব গেম নামিয়ে নিয়ে (ডাউনলোড) যে কেউ খেলতে পারবেন। উবুন্টু গেমিং মেড ইজি স্লোগানে চালু হওয়া এ সাইটে আলাদাভাবে রয়েছে গেম খোঁজার ব্যবস্থা, যার সাহায্যে সহজে যেকোনো গেমস খুঁজে পাওয়া সহজ হবে। গেম খেলে কেমন লাগল কিংবা গেমের মানই বা কেমন এসব প্রশ্নের উত্তরও জানা যাবে। বিনামূল্যে এ সাইটে সদস্য হয়ে গেমসের রেটিং কিংবা এর মান সম্পর্কে জানা যাবে এবং নিজের মন্তব্য যোগ করা যাবে।

সাধারণ ব্যবহারকারীদের জন্য এ ওয়েবসাইট থেকে গেমস নামানোর পদ্ধতিও পাওয়া যাবে। আর দেরি না করে উবুন্টু ব্যবহারকারীরা আজই দেখতে পারেন সাইটটি এবং খেলতে পারেন প্রিয় যেকোনো একটি গেম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।