আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে যাওয়া পথিক

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।

অনেকটা হারিয়ে যাওয়া কোন পথিকের মত.... হারিয়ে গিয়েছিল সে, বৃস্টিস্নাত কোন এক কৃষ্নচূড়া বিছানো পথ দিয়ে। সেই হারিয়ে যাওয়া পথে খুজেঁছি তাকে,অনেকটা দিশাহীন পথিক হয়ে, সেই হারিয়ে যাওয়া মানুষটাকে, যাকে হারানোর পর হয়েছিলাম বাউন্ডুলে...... যার কাঁধে মাথা রেখে কেঁদেছিলাম ভাষাহীন শিশুর মত করে.... যার চুলের ছাঁয়াতলে ছিল আমার কত অভিমান,সংঙ্গাহীন ভালোবাসার অভিব্যক্তি, যার চোখের গভীরে লুকাতাম আমার, না বলা শত কষ্টকে সমাধি করে। যার চুলের মাদকতায় আমি ছিলাম উন্মাদ আসক্ত..... যে কিনা শিখিয়েছিল স্বপ্ন আর বাস্তবের খেলা, যার বৃস্টিতে আমি হতাম নীড়হীন কোন পথিক। একদিন কোন এক ঘটনায় হারিয়ে গেল... অনেকটা অভিমান নিয়ে.... দূর কোন শীতের পাতাঝড়া বরফের দেশে, আমার কান্নার সব গুলো অশ্রু নিয়ে.... সেই কৃষ্নচূড়া বিছানো পথ ধরে,অনেকটা চেনা মানুষের রূপ ধরে অচেনা মানুষ হয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।