আমাদের কথা খুঁজে নিন

   

"হারিয়ে গেছি আমি "

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা আজ সকালে উঠেই দেখি ঝিরঝির বৃষ্টি। জানালার কাঁচে বৃষ্টির ফোঁটা একটুও ইচ্ছে হচ্ছিল না উঠি। ঘড়ির দিকে চোখ যেতেই দেখি ৯ টা ছুঁই ছুঁই। তক্ষুনি মনে পড়ল আজ অফিসে যেতে হবে। ছুটির দিন, মনটা বিষাদে ভরে গেল।

মন ভালো নেই, কবি মহাদেব সাহার মতন বলতেই হয়- বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুল করে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে? মনের আকাশ মেঘাচ্ছন্ন এলাম অফিসে। নাহ বিষাদ পর্ব নেই। একটা ভালো না লাগার প্রচ্ছন্ন অনুভূতি মনের আকাশকে ছেয়ে ফেলেছে। তৈরী হতে হতে অনেক কয়টা মুখ ভেসে উঠলো। তার মাঝে ছোট্ট একটি দেব শিশু।

ফুটফুটে কোঁকড়ানো চুল, ফোলা ফোলা গাল যেন মোম। ধরলেই গলে পড়বে। এই ছোট্ট মিষ্টি মেয়েটি ৪ বছরের নুহা। পরশুদিন ভর্তি হলো জ্বর নিয়ে। ওর মা আমার খুব খুব কাছের বান্ধবী।

মেয়ের এত দিন জ্বর ৯৯ ডিগ্রী থেকে ১০০ এমনি আসছে। আমাকে সেদিন কল করার পর বললাম, এক মাস থেকে জ্বর এক কাজ কর ভর্তি কর সব পরীক্ষা করি কিছু তো নিশ্চয় আছে। কাল দুপুরে একমনে কাজ করছিলাম, কাঁধে উষ্ণ একটা হাতের স্পর্শে চমকে উঠলাম, কে? দেখি রানু, বললাম, কি রে? মেয়ে কেমন আছে। মুখ থমথমে, আমাকে কিছু রিপোর্ট দেখতে বলল। আমি আমাদেরটা দেখব বলে পাশ কাটাতে চাইলাম, পারলাম না।

দেখলাম, নাহ কিছু নেইতো। দাঁড়া আমাদেরগুলো আসুক। ও তখন যা বলল আমি কেঁপে উঠলাম। কি বলিস? এসব নাওতো হতে পারে। ও কান্নায় ভেঙ্গে পড়ল আমাকে ধরে।

ওর বাঁধভাঙ্গা কান্নাকে আমি কিছুইতেই সামাল দিতে পারছিলাম না। ও মা!! অনেকক্ষণ পর বলল, না-রে সব তুই দেখে দে আবার। আমি সিঙ্গাপুর যাব। আমার হাতে সব আসার পর দেখে বুঝলাম, নুহার ব্লাড ক্যান্সার। ও এই কথাই বলছিল।

আমি বিশ্বাস করতে পারছিলাম না। রিপোর্ট ছাড়ার আগে দৌড়ে গেলাম আইসিউতে, একটিবার ওকে দেখি। জুঁই ফুলের মতন শুভ্র বিছানায় নুহা শুয়ে আছে। এক চোখের কোণ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ঠোঁটের কোণ বেয়ে ক্ষীণ ধারায় রক্ত পড়ছে।

ওকে রক্ত দেয়া হচ্ছে। এই সেই নুহা যে আমাকে দেখলেই ছুটে আসত। আজ ওপাশ ফিরে আছে। এতবার ডাকি, সাড়া দেয় না। অভিমান? কিসের অভিমান তার, আমি জানি না।

কিন্তু এই নিষ্পাপ ফুলটি কি দোষ করেছিল? কেন অকালে ঝরতে হবে? নীরবে সকলের অগোচরে সরে এসেছিলাম কাল। রানু কল দিয়েও পায় নি আমায়। আমি ধরি নি, মন ভালো নেই। মন বসে না কিছুতেই, দূরে ওই মিটমিট জ্বলা নক্ষত্রটি নীরবে ঝরে যেতে চায় শ্রাবণের ঝিরঝির বৃষ্টির ধারায় মনের তটরেখা ভাসে বেদনার জলে শান্ত হোক মন-প্রাণ, ভাসিয়ে নিয়ে যাক আছে যত জরা-ভয়, যত ক্লান্তি সব নিষ্ঠুর খেলায় মত্ত প্রকৃতি, আজ না হয় থেমে যাক সব খেলা আজ না হয় একটু দিলে সময় জীবনের শেষ ঝিনুক কুড়াবার। ।

ঝরে যাওয়া ফুলটিকে রেখো, বুকের জমিনে পরম মমতায়। । আমার ছোট্ট নুহাকে বিধাতা ভালো করে তুলুক, আমার সব বন্ধুদের দোয়াপ্রার্থী। আবার যেন মিষ্টি কথায় হাসিতে ভরপুর করে রাখতে পারে তার চারধার। ----------------------- সেই নুহাকেই উত্সর্গ করে এই কবিতা আর এই লেখা।

এমনি অনেক শিশু অনেক ছেলেমেয়ে আমরা প্রতিদিন পাই ঘাতক রোগ ক্যান্সারে আক্রান্ত। হে মঙ্গলময় কবে আমাদের বোধদয় হবে? কবে হবে দূষণমুক্ত, ভেজালমুক্ত আমার দেশ। এমনি আরো অনেক অনেক রুগী পাই। আমাদের সচেতন হতে হবে। সত্যি ক্যান্সারের হার অনেক অনেক বেড়ে গেছে বিশেষ করে স্টোমাক (gastric) ক্যান্সার, লাঙ (lung) ক্যান্সার।

। আমি আর একটু বলতে চাই আজ এই পোস্ট শুধু নুহা কে নিয়ে নয় । এটা আমাদের সকলের জন্য আমরা কেন পারিনা ভেজাল খাবার না কিনতে ? কেন সোচ্চার হইনা? শিশু খেদ্যা তেজস্ক্রিয়তার জন্য কেন নেসলে র মত এত বড় কোম্পানির দুধ এ ভেজাল থাকবে ? কেন ফরমালিন এর মতন বিষাক্ত রাসোয়িনিক আমাদের খাবার এ মিশানো হবে? কেন বছরের এত প্রতীক্ষার মৌসুমী ফল এ মেশানো হবে ক্ষতিকারক কার্বলিক এসিড? এভাবে কত যে কারসিনোজেনিক এজেন্ট প্রত্যহ আমরা গ্রহণ করছি নিজেরাও জানি না। কবিতা এখন আর আসেনা । . আজ শঙ্কিত পরবর্তী প্রজন্মের জন্য কেমন পৃথিবী রেখে যাচ্ছি আমরা ? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।