আমাদের কথা খুঁজে নিন

   

আকাশলীনা ও কল্পিত চুম্বন

আমার চিন্তাভাবনা

আকাশলীনা, তোমার আকাশে আমার মেঘের ভেলা কই আকাশলীনা, তুমি আমার অচেনা কোন দুঃখ মাখা সই আকাশলীনা, তুমি আমার না পড়া প্রিয় কোন বই আকাশলীনা, আমার কথা মনে করার সময় কি তোমার হয়? আকাশ গায়ে মাঝে মাঝেই আসে নতুন মেঘ নীলের কাছে ঋণী তুমি তারা কি তা জানে, মেঘেদের কোলাহলে আমি চুপটি দূরে নীরব বজ্রপাত আর্তনাদ যায়কি তোমার কানে। মেঘে চেপে ভেসে ভেসে যায় তোমার দিন কোনদিনকি হেলান দিয়ে ভাবো আমার কথা বৃষ্টি হয়ে জানিয়ে দাও তোমার প্রাণের ব্যথা তুষার হয়ে বাজিয়ে চলো তোমার কুয়াশা বীণ। আকাশলীনা, তোমার আকাশে আমার মেঘের ভেলা কই আকাশলীনা, তুমি আমার অচেনা কোন দুঃখ মাখা সই আকাশলীনা, তুমি আমার না পড়া প্রিয় কোন বই আকাশলীনা, আমার কথা মনে করার সময় কি তোমার হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।