আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মব্যবসা নতুন নয় - লাভজনকও নয়। তবুও কেন যে বোকারা পুঁজি খাটায়।

কিছুদিন আগে রাজাকারদের ধর্মব্যবসা নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। এখন আবার দেখছি কিছু ১০০% খাটি ছাগু, গণজাগরণকে প্রশ্নবিদ্ধ করার নিষ্ফল চেষ্টায় রত, তা-ও সেই পুরানো কাসুন্দি; ধর্ম গেল, ধর্ম গেল। একাত্তরে এই ব্যবসা লস-প্রজেক্ট ছিল, এইবারও হবে - ইনশাআল্লাহ্। বাংলার মানুষ একাত্তরে ধর্মও বিসর্জন দেয়নি- পাকিদেরও ছারেনি, এইবারও ধর্মকে বিলিন করছেনা - রাজাকার ও তাদের দোসরদের ছারবেনা। একাত্তর দেখিনি, তাই এই একাত্তরের ছবিটা দিলাম - বিজয়ের মুহূর্ত, এখনকার ছবি দেয়ার প্রয়োজন আছে কি ? সওদাগরগন সাবধান !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।