আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যাশা, প্রাপ্তি, কৃতজ্ঞতা আর.... শুভ নববর্ষ ২০১০....

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
মানুষ কি চায় আর কি পায় , তার হিসেব করতে গেলে কাগজ ফুরিয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে ... এমনকি হয়ত কি বোর্ডের ছাল চামড়া উঠে যেতে পারে ... তবুও শেষ হওয়ার নয় .... তবুও মানুষের মনে এক অদম্য অনুভুতি যার নাম ইচ্ছে সে বরাবরের মতই ডালা মেলে উড়তে চায় ... ঠিক যেন মুক্ত বিহঙ্গ ... সময় মানুষকে যে তার দাস বানিয়ে ফেলছে তা শুধু মাত্র সেই সব মানুষের বোধগম্য হয় যারা ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে বাস্তবতার প্রতিযোগীতায় দৌড়ে চলেছে অহর্নিশ, অবিরত .... মানুষ সামাজিক জীব, তারা সঙ্গ চায় ... বন্ধু বিহীন মানুষ মৃতপ্রায় ... তাই তো জীবন ধারনের প্রয়োজনেই মানুষকে অন্য মানুষের সাথে মিশতে হয়, সমাজে বাস করতে হয় ... আর বন্ধুদের সাথে ভাব বিনিময় করতে হয় ... অবশ্য চাইলেই সবাই সব কিছু যে পায় তা কিন্তু নয়, আবার অনেকে না চাইতেই অনেক কিছু পেয়ে যায় ... ঠিক যেমনটি আমি ... কখনো না লেখার অভিজ্ঞতা নিয়ে ব্লগে এসে হাবিজাবি কিছু লেখা প্রকাশ করতেই এখানের বন্ধুরা এমনভাবে আপন করে সেগুলোকে ভালবেসে এমন বন্ধনে আবদ্ধ করে ফেলেছে যে নিজের জন্য নয় বরং ওদের জন্যই যেন এখন আমার কি বোর্ড সচল থাকে ... প্রত্যাশার চেয়ে প্রাপ্তি যে এত বেশী আর মধুর হতে পারে তা না দেখে বোঝার উপায় নেই ... অসাধারন বড় মনের মানুষ আমার এখানকার বন্ধুরা .... চুপচাপে জন্মদিনের দিনটিকে কাটিয়ে দেয়া অন্তুর জন্মদিনটিকে এবার তারাই সবার সামনে এনে আনন্দে মুখরিত করে তুলেছে ... আমি নিজে ব্লগে না আসার কারনে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দিয়েছে ... আর আমি, সেই পুরোনো বছরের মত এই সময়টিকে নিজেকে সবচেয়ে ব্যাস্ত করে রেখেছি যাতে করে কষ্ট নামক জিনিসটা যেন আমায় ছুতে না পারে, নিজেকে সব কিছু থেকে দুরে ঠেলে রেখেছি যাতে আবার নতুন করে দুঃখ না পেতে হয় .... কি স্বার্থপর আমি !!! তবুও নাঈম যখন ফেসবুকে বলে এলো -- তোমার জন্য একটা লেখা শুভ জন্মদিন, অনন্ত দিগন্ত -- নাঈম দিয়ে এসেছি .... আনন্দে মনটা ভরে উঠেছিল .... বিলাইপু এর পরে যখন অফলাইন ম্যাসেজে শুধু একটা লিংক দিয়েছিল একটা লাল পান্ডার জন্মদিন -- বড় বিলাই ... সেটা পড়ার পরে কি যে বলবো, বুঝতে পারছিলাম না .... রিতিমত ভাষাই হারিয়ে ফেলেছিলাম .... আজকে একটু আগে যখন জয়ের লেখাটা চোখে পড়লো আজ প্রিয় ব্লগার অনন্ত দিগন্তের জন্মদিন --- ~স্বপ্নজয়~ আর শেষে দেখলাম আর কমেন্ট নিবেনা বলে অভিমান করে বসে আছে তখন আর কিছু না লেখাটা অপরাধ হয়ে যাবে বলেই মনে হলো .... এছাড়া এখানে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, অথবা কমেন্ট না করে হলেও শুভকামনা করেছেন সবাইকে অন্তরের অন্তঃস্হল থেকে ভালবাসা সহ কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাই .... আগেইও বলেছি, নিজেকে চরমভাবে ব্যাস্ত রাখার কারনে আজকাল ব্লগে আসতে পারছি না, এ জন্য আগে ভাগেই সবাইকে নতুন ইংরেজী বছরের শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে রাখছি .... নতুন বছর সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ আর সফলতার উজ্ঝ্বল আলোচ্ছটার ভরে উঠুক সবার ভবিষ্যত .... হ্যাপি নিউ ইয়ার ২০১০
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।