আমাদের কথা খুঁজে নিন

   

আসুন তেল মাথায় তেল দেই



প্লটের জন্য আবেদনকারী সব মন্ত্রী-এমপিই প্লট পেয়েছেন। ১৪৩ আবেদনকারীর কেউ বাদ যাননি। সবাই প্লটের মালিক। অন্যদিকে ৬/৭ হাজার প্লটের জন্য বিভিন্ন সাধারণ ক্যাটারিতে আবেদন পড়ে লক্ষাধিক। স্বাভাবিকভাবেই অনেক আবেদনকারী বাদ পড়েছেন।

গৃহায়ণ প্রতিমন্ত্রী বলেছেন, নীতিমালার কারণেই আবেদনকারী মন্ত্রী, এমপি সবাইকে প্লট দিতে হয়েছে। ৩৫০ জন সাংসদের মধ্যে ১৪০ জনের আবেদন কমই মনে করেন প্রতিমন্ত্রী। -- ঢাকা শহরে কোটির উপরে মানুষের বাস। অল্প আয়ের লাখ লাখ মানুষ ভাড়া বাড়িতে থাকেন। উচ্চ বাড়িভাড়ার সাথে তালমেলাতে তারা হিমশিম।

অনেকে মেসে গুদামঘরে বস্তা রাখার মতো অজস্র বেকারের বাস। দুই হাজারের উপর বস্তিতে লাখ লাখ দরিদ্র মানুষের বাস। এই সব মানুষের প্লট ফ্ল্যাট দরকার নাই! দরকার মন্ত্রী-এমপিদের! হায় স্বদেশ! -- কয়েকদিন আগে শিল্পী-তারকাদের প্লট দেয়া হয়েছে। এই নাটকের আগের পর্ব ছিল ওইটা। এদেশে মন্ত্রী-এমপি আর শিল্পীরাই তাহলে বেশি দরিদ্র।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।