আমাদের কথা খুঁজে নিন

   

থারটি ফার্স্ট নাইট!

আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!

আরেকটি বছর চলে গেল। প্রাপ্তি/অপ্রাপ্তির হিসেব মিলেনা কখনো, এবারো মিলবেনা হয়ত...... না মিলুক, থারটি ফার্স্ট নাইটের আনন্দ উদযাপনের জন্য তা কোন বাধা নয়, আমাদের কারো জন্য। আমরা প্রতি বছর এই রাতে যে উশৃখংলাগুলো করি তা কি আমাদের মত দেশে কাম্য? আমরা কি কখনো দেখেছি- আমরা রাস্তার যেখানে উল্লাসে মেতে উঠি, তার কয়েক গজের মধ্যেই শুয়ে থাকা শীতে কাবু, বাস্তুহীন অসহায় মানুষদের? শীতে এদের জীবন যায়, আর পাশে আমাদের এই লাগামছাড়া উল্লাস কি একবারও বেমেনান মনে হয়না? নতুন বছরের একদিন শেষ হবে,......দেখা যাবে সেদিনও আমরা এইভাবেই মেতে উঠব, উল্লাসে.....হওয়া উচিত যেটা, নববর্ষের জন্য নতুন প্ল্যান, নিজেকে সত্যিকারের মানুষে পরিবর্তনের চেষ্টা, সেটা কখনো হয়না, উল্লাসগুলো ঠিকই টিকে থাকে........... বছরশেষে ভাল কথা লিখতে চেয়েছিলাম, পথে বাস্তুহীন মানুষগুলোকে দেখে আর পারলামনা ফর্মাল উইশের একটা পোস্ট দিতে.......নববর্ষের উষ্ণ শুভেচ্ছা রইল, প্রিয় ব্লগারদের জন্য। জীবন সুন্দর, কর্মময় হয়ে উঠুক, এই কামনায়..................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।