পাখি পর্ব চলছে
প্রতি বছরের মতো এবছরও ৩১ ডিসেম্বর আসবে। একটি নতুন বছরকে স্বাগত জানাতে আমরা বিদায় জানাবো একটি পুরোন বছরকে। ৩১ ডিসেম্বর রাত সেই ক্ষণ, যখন নতুনকে স্বাগত জানানো হয় এবং বিদায় জানানো হয় পুরাতনকে। এই ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে অনেকের অনেক প্রচেষ্টা লক্ষ্য করা যায়। পাঁচতারা হোটেলে পার্টি, দামি উপহার সামগ্রী, ডিজে পার্টি ইত্যাদি নাগরিক বোলতানিতো আছেই।
অনেকে আবার একটু অন্যরকম করেও ভাবেন। যারা অন্য রকম ভাবেন, তাদের জন্য একটি সুখবর আছে।
২৫ ডিসেম্বর ২০০৯ থেকে কুষ্টিয়ায় শুরু হয়েছে একটি আর্ট ক্যাম্প। এটি আন্তর্জাতিক আর্টক্যাম্প। এই ক্যাম্পে এবার যোগ দিচ্ছেন ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন শিল্পী।
এর বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যোগ দোবার জন্য আর্টিস্ট হতে হয় না। আর্ট লাভার হলেই চলে। আপনি যদি কিছু করতে চান আপনার মতো করে, সে সুযোগ থাকছে। যদি কিছু না করে শুধু আড্ডা মারতে চান সে সুযোগও থাকছে।
৩১ ডিসেম্বর সারা রাত চলবে হৈ হুল্লোর।
১ জানুয়ারি ২০১০ ক্যাম্পটি সবধরণের দর্শকের জন্য উন্মুক্ত করা হবে এবং এদিনই হবে ক্যাম্পটির সমাপ্তি। সবাই সবার মতো চলে যাবেন আর একটি ৩১ ডিসেম্বরের জন্য।
এই আর্ট ক্যাম্পটির আয়োজন করেছে CRAC নামক একটি প্রতিষ্ঠান। এটি তাদের আয়োজিত প্রথম আন্তর্জাতিক আর্টক্যাম্প।
বিস্তারিত তথ্যের জন্য: http://www.cracbd.com দেখুন।
৩১ ডিসেম্বরে সবার জন্য উন্মুক্ত!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।