আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিদলীয় রাজনৈতিক বিবাদ!


উপরের কার্টৃনের মত নানা স্তরের বিজ্ঞজনদের হরহামেশা তুচ্ছ বিষয় নিয়ে শিশুতোষ বিবাদে লিপ্ত হতে দেখা যায়। কিন্তু শিশুদের সাথে তাদের ঝগড়ার প্রধান ও মৌলিক পার্থক হচ্ছে যে, পরিনতদের এ ধরণের বিবাদে হীন আত্মমর্যাদা বোধ প্রকট ভাবে কাজ করে । যার ফলে এই বিবাদের কখনও শেষ হয় না। সামিয়ক বিরতিতে বারংবার তা প্রকট হয়ে ওঠে। বড়দের এই শিশুতোষ বিবাদ যে কতটা ভয়ংকর হতে পারে তার জ্বলজ্বলে উদাহরণ বাংলাদেশর প্রধান দুই রাজনেতিক দলের মধ্যে যুগ যুগ ধরে চলে আশা শিশুতোষ বিবাদ।

আর আমরা আমজনতা তাঁদের এই বিবাদে নিজেদের যুক্তি-বুদ্ধি কে কাজে না লাগিয়ে অন্ধের মতই শামিল হয়ে যাই। কিন্তু, আমরা যদি আমাদের চিন্তা শক্তিকে সামান্য স্বচ্ছ করি, আমাদের দৃষ্টি কে প্রসারিত করি তবে এই বিবাদের চিত্র টি পরিষ্কার হয়ে যাবে। আওয়ালীলীগ -বিএরপি ,চারদলিয় জোট -মহাজোটের বিবাদে লিপ্ত নেতারা নিতান্তই কলের পুতুল। পর্দার অন্তরালে বসে । অদৃশ্য হাত সুতা নাড়াছে।

এই অদৃশ্য শক্তি চাচ্ছে না চলমান রাজনৈতিক শিশুতোষ বিবাদ থেমে যাক। আজ স্বচ্ছ দৃষ্টির বলিষ্ঠ প্রতিরোধ খুবই জরুরী।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।