আমাদের কথা খুঁজে নিন

   

তুমি সতী মানবী পেতে পারো

---------শাফিক আফতাব----------------- তুমি এদেশে সতী মানবী পেতে পারো কিন্তু সৎ লোক পাবেনা কেনোনা সতীত্ব পরীক্ষার জন্য প্রয়োজন সাদা চাদর যা তুমি সহজেই পেতে পারে থান কাপড়ের দোকানে কিংবা নিপুুণ বস্ত্রালয়ে আর সততা পরিমাপের জন্য কোনো বাটখারা নিক্তি বা যন্ত্র এখনো এদেশে পাওয়া ভার, ফলত তোমাকে সৎ লোক পেতে বিশ্বাসবোধকে প্রখর করতে হবে আর তোমার ঈমানশক্তি এতো প্রখর নয় যে তুমি কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে পারো আধুনিক শিক্ষিত মানুষ বিশ্বাসে নয় তারা চায় বাস্তব, চাক্ষুষ প্রমাণ, কিছু কল্পনা, আবেগ, বিশ্বাস : এসব তাদের কাছে আপেক্ষিক মনে হয় ফলত সতী নারীর পতি আছেন কিছু এদেশে অথচ সৎলোকের বাবা খুব বিরল ডাইনোসরের মতোন বিলুপ্ত প্রায় জাতি। ২০.০২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।