আমাদের কথা খুঁজে নিন

   

৩০-৩১ ডিসেম্বর বাসদ-এর কেন্দ্রীয় কনভেনশন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

আগামী ৩০-৩১ ডিসেম্বর’০৯ বাসদ-এর কেন্দ্রীয় কনভেনশন উপলক্ষে ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমরেড খালেকুজ্জামানের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির নেতা আবদুল্লাহ সরকার, মুবিনুল হায়দার চৌধুরী, শুভ্রাংশু চক্রবর্তী, রাজেকুজ্জামান রতন, বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বাম মোর্চার আহ্বায়ক কমরেড হামিদুল হক ও গণতান্ত্রিক বাম মোর্চার যুগ্ম আহ্বায়ক কামরুল আলম সবুজ। সংবাদ সম্মেলনের প্রবন্ধ পাঠ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমরেড খালেকুজ্জামা। তিনি সাংবাদিকদের জানান, ২৯ বছর আগে ১৯৮০ সালের ৭৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দল আত্মপ্রকাশ করে।

আজ দলের একটা উচ্চতর বিকাশের পর্যায়ে আমরা কেন্দ্রীয় কনভেনশন করতে যাচ্ছি। তিনি সংগঠন বিষয়ে জানান, এই কনভেনশন উপলক্ষে ইতোমধ্যে ২৯টি জেলায় সম্মেলন হয়েছে। ৪২ হাজার প্রাথমিক সদস্য সংগ্রহ, ৭৯ থানা/ উপজেলায় পাঠচক্র কমিটি গঠন ও ১০০টি উপজেলায় সাংগঠনিক যোগাযোগ রয়েছে। তিনি কেন্দ্রীয় কনভেনশনের অর্থ সংগ্রহ বিষয়ে জানান, ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে গণচাঁদা থেকে ৩ লক্ষ ২৬ হাজার ৪ শত ৯৫ টাকা, রাজধানীর বিভিন্ন থানা থেকে ১ লক্ষ ৬ হাজার টাকা, কর্মী-সমার্থক-শুভানুধ্যায়ী থেকে ২ লক্ষ ৭৮ হাজার ৮৫০ টাকা সংগ্রহ হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলা কেন্দ্রীয় কনভেনশনের ফি, চাঁদা হিসেবে ৫ লক্ষ ৮১ হাজার টাকা প্রদান করবে বলে তিনি জানান।

তিনি কেন্দ্রীয় কনভেনশনের কর্মসূচি সম্পর্কে বলেন, ৪৯ টি জেলা থেকে ৭ শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। কনভেনশনের প্রথম দিন সকাল সাড়ে ১১টায় উদ্বোধন, দুপুর ১২টায় রাজপথে লাল পতাকা মিছিল এবং বিকেল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তিনি জানান দ্বিতীয় দিনের অধিবেশনে সাংগঠনিক, রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক রিপোর্ট উত্থাপন এবং পাস হবে। আন্দোলনের কর্মসূচি, বাম বিকল্প গড়ে তোলা ও পার্টির লাইন বিষয়েও সিদ্বান্ত হবে। এ কনভেনশনে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ কনভেনশনের খবর সারা দেশের মানুষের কাছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।