আমাদের কথা খুঁজে নিন

   

ফাগুনের এই রাতে

----------শাফিক আফতাব----------- ফাগুনের এই রাতে তুমিও জেগে আছো মনে পড়ছে কলাফুলের কলি, মসলার ঘ্রাণ কিংবা লড়া তোমার রক্তস্রোতে বয়ে যাচ্ছে অন্তুগুঢ় বেদনার জল তুমি লালগালিচা-সংবর্ধনার মতোন প্রতীক্ষায় বসে আছো পৃথিবীর শাশ্বত প্রপাতের দ্বার খুলে তারাভরা আকাশে চোখ লেগে জেগে আছো ; আর আমি তোমার মতোন অনুরূপ পদাবলী রচে তোমার মসৃণ গিরিপথের ঢালু ঘিরে উষ্ণ সুবাসে নিঃসঙ্গ রাতকে খুব করে অনুভব করছি। ২০.০২.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।