আমাদের কথা খুঁজে নিন

   

আমি খুজেছি তোমায় মা-গো

দুঃখের মাঝে জন্ম আমার পাইনি সুখের সাড়া, দুঃখ আমার জীবন সাথী আমি সর্বহারা। ...

আমি খুজেছি তোমায় মা-গো ছোট্ট একটা জীবন আমার,কিন্তু কষ্টগুলো অনেক বড়। সৃষ্টিকর্তা যতটা দিন আমার জীবনের জন্য লিখে রেখেছেন,তারচেয়ে অনেক বেশী দুঃখ আর কষ্ট দিয়েছেন। তবুও বেচেঁ আছি একটা জীবন্ত লাশ হয়ে,তবুও বেচেঁ আছি একটা অদেখা স্বপ্ন নিয়ে। যখন অন্য মানুষের সুখ দেখি,তখন খুব কষ্ট হয় আমার।

আকাশের দিকে তাকিয়ে তখন একা একা ভাবি কতটা অসহায় আমি। আমার ছোট্ট এই জীবনটা কি আল্লাহ সুখ দিয়ে সৃষ্টি করতে পারতো না? আমিও কি অন্য সবার মতো বাবা-মাকে সাথে নিয়ে থাকতে পারতাম না? কেন সবার মতো আমার বাবা-মা আমাকে নিয়ে ভাবেনা? কেন আমি বেচেঁ থেকেও আজ তাদের কাছে মৃত? যাদের মা-বাবা নেই তারা অন্তত এইটুকু শান্তনা পায় যে,তারা মারা গেছেন। কিন্তু আমি?আমি কি ভেবে শান্তনা পাবো? কে আমাকে শান্তনা দিবে? বিশ্বাস ছাড়া ভালবাসা হয়না,ভালবাসা ছাড়া মন পাওয়া যায়না..... আমাকে যদি তারা ভালই না বাসে তবে তাদের মন কিভাবে পাবো আমি?আমিতো তাদের অনেক ভালবাসি,আর তাদের ভালবাসি বলেই মা-নিয়ে কোন গান শুনলেই আমি নিজেকে ঠিক রাখতে পারিনা,দু-চোখ বেয়েঁ অবিরাম অশ্রু ঝরতে থাকে। "ঐ আকাশের তারায় তারায় চাঁদের জোছনার, ঝিরিঝিরি কাকণ দোলা উদাসী হাওয়ায়.. আমার হৃদয় জুড়ে আছো সৃতির পাতায় পাতায়, সৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুজেছি তোমায় মা-গো....আমি খুজেছি তোমায়।

" আমি জানিনা পৃথিবীর কোন মা থাকতে পারে কিনা তার সন্তান কে ছেড়ে, পৃথিবীর কোন মা সইতে পারে কিনা তার সন্তানের কষ্ট,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।