আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাত্রীর প্রজন্ম চত্বর

দাবি মোদের একটাই , যুদ্ধাপরাধিদের ফাঁসি চাই ফাগুণের রাত্রি ,বোঝার উপায় নেই সময় কত,চারিদিকে ফ্লাডলাইটের আলোতে আনেকটা দিণের মতই লাগছে তার সাথে আরো যুক্ত হয়েছে তরুণদের বজ্রকঠের ঝাঁঝাঁলো শ্লোগাণ "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,রাজাকারের ফাঁসি চাই । '' সকলের মাঝে এক প্রতিবাদি মনোভাব,তারা রাজাকারদে ফাঁসি দিয়েই বাড়ি ফিরবে । সময় দেখার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম , দেখি রাত ২টা বাজে । এই সময়ে মফসলে ত বটেই, ঢাকারও প্রায় সকল মানুষ ঘুমিয়ে য়ায় । এই রকম ঠান্ডা আবহাওয়া ঘুমের জন্য বেশ আরামদায়ক তথাপি ,হাজার খানেক মানুষ এই ঘুমকে তুচ্ছ জ্ঞান করে নিরবিচ্ছিন শ্লোগান দিয়ে চলেচ্ছে ।

কিছু সেচ্ছাসেবক এই সকল প্রতিবাদি মানুষের মাঝে পানির বোতল বিতরন করছে , মানুষের তুলনায় অপ্রতুল হলেও কার কাছে এ নিয়ে কোন খোপ নেই । গলা ভিজানোর জন্য যত টুকপানি লাগে সেই পরিমান খেয়েই বোতলটি অন্য ভাই এর হাতে তুলে দিচ্ছে , যেমটি আমরা মুক্তিযুদ্ধের গল্পে শুনি । আমার কাছে মনে হচ্ছিল আমাদের কাছে ৭১ ফিরে এসেছে । শ্লোগান , কবিতা ,জাগরনই গান এভাবেই চলতে থাকে মূল মঞের কাযক্রম । অন্যদিকে SyberFighter রা তাদের সদা জাগ্রত দৃষ্টি রাখে Blog ও Social Network এ ,যে কোন অপোপ্রচার মোকাবেলায় তারা সদা প্রস্তুত ।

কোন পরিস্রমই তাদের ক্লান্ত করতে পারে না । তারা বাংলা মা এর online eye হয়ে তারা জেগে থাকে । কিছু মানুষ তাদের বন্ধুদের নিয়ে ফুলের সাহায্যে রাস্তায় দেশের মানচিত্র ও দাবি বিষয়ক শিল্পকম তৈরি করে পাশে বসে সমস্বরে গান গাইতে থাকে । গভীর রাত হলে কি হবে তখনও মানুষের আগমন চলছে প্রজন্ম চত্বরে ,আমাদের দেশের অনেক জনপ্রিয় ব্যক্তিত্বরা স্বপরিবারে আসচ্ছেন সংহতি প্রকাশের জন্য । গনমাধ্যম কমীরা নিরবিচ্ছিন সংবাদ সংগ্রহ করে চলেছেন ,কিছু সাংবাদিক চলে যাচ্ছেন, তাদের্ শূন্য স্হান পূ্রন করছে নতুন আসা সাংবাদিকেরা ।

এভাবেই তারা প্রত্যেক সেকেন্ডের প্রজন্ম চত্বরের খবর পৌছে দিচ্ছেন দেশ-বিদেশ সবত্র । চা বিক্রেতারাও ব্যস্ত সময় কাটাচ্ছেন ,এরকম ঠান্ডা আবহাওয়ায় চা বেশ কাযকারি ভূমিক পালন করছে ,তাছারা সেধ্ব ডিম ,বাদাম,ভুট্টার বিক্রিয়ও খারাপ না । "শাহবাগ জেগে থাকে ,শাহবাগ ঘুমায় না"- সত্যিই এ শ্লোগানের মতই শাহবাগের প্রজন্ম চত্বর সদা জেগে থাকে ,বাংলার অতন্দ্রপ্রহরি হিসেবে । আকাশ-বাতাস গজে ওঠে জয় বাংলা ,জয় বাংলা ধ্বনিতে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.