আমাদের কথা খুঁজে নিন

   

মহামান্য কহেন ??

আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি কিন্তু, পইড়া রইলাম পরের দেশে। আপসোস !! একটি প্রশ্ন ...... পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে কোরানের ব্যাখ্যা এর বিপরীত কেন? [২১:৩৩ وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। ৩৬:৪০, لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে। ] তো আমি এই সাইটের একজন মুফতির কাছে কল করে জিজ্ঞেস করলাম যে কুরানে বলা হয়েছে পৃথিবীর পাশাপাশি চন্দ্র এবং সুর্যও নিজ কক্ষপথে ঘুরছে , তো কুরানে এমনটা উল্লেখ কেনো করা হল , যেখানে সবার কাছে প্রমানিত যে, সূর্যকে কেন্দ্র করে আমাদের সৌরজগতের গ্রহ গুলা ঘোরছে ?? উত্তরে তিনি কিছুতা গরম হয়ে বললেন , বৈজ্ঞানিকরা কি দেখছে যে সূর্য বসে রয়েছে ।

যে সৃষ্টি করছে সে বললও ঘুরে আর বৈজ্ঞানিকরা বললে হবে নাকি । তো আমি বললাম এটা তো প্রমানিত যে( কথা শেষ করার আগেই বললেন, অনেক বৈজ্ঞানিক নাকি বলছে সূর্য ঘুরে) তাহলে দিন রাত্রি হয় কিভাবে ?? উনি বললেন , আল্লাহর ইচ্ছাতে হয় । আবার বললেন , বৈজ্ঞানিক দের মত নাকি পরিবর্তন হয় । আজকে এটা বলবে কালকে আবার বলবে সূর্য ঘুরে !!!! তো আমি বললাম, গায়ের জোরে বললে কি হবে , কিছু একটা বলতে লাগছিল আমি বললাম বাই এন্ড কাট । ।

!!!!! কোন জ্ঞানী ভাইরা কেও কি স্বদউত্তর দিতে পারবেন । প্লিজ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.