আমাদের কথা খুঁজে নিন

   

নাম দেখে কি যায় চেনা?

এই দেশটা আমার, আপনার, আপনাদের সবার, আসুন দেশটাকা ভালবাসি।

রাজধানীতে প্রতি বিবিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ সংঘটনের জন্য বাহারি নামের আছে এক ডজন অপরাধী পার্টি। অজ্ঞান পার্টি, মলম পার্টি, থুথু পার্টি, পা পাড়া পার্টি, ল্যাং মারা পার্টি, ঢিল পার্টি, হাফ প্যান্ট পার্টি, টানা পার্টি, ছোঁ মারা পার্টি, ডলার পার্টি, লাগেজ পার্টি ইত্যাদি বাহারি নামে গড়ে উঠেছে অপরাধী চক্র। এসব অপরাধী চক্রের নাম পাওয়া গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তালিকায়।

চুরি, ছিনতাই, ডাকাতি, প্রতারণাসহ নানা ধরনের অপরাধ করে বেড়ায় তারা। আকাশ পথের যাত্রীদের মধ্যে একাধিকবার বিদেশে গেছেন এমন যাত্রীদের খুব কমই আছেন, যারা লাগেজ পার্টির খপ্পরে পড়েনি। লাগেজ কেটে সর্বস্ব কেড়ে নিচ্ছে। লাগেজ পার্টিতে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত এমন অভিযোগ আছে। লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালের মতো স্থানে টানা পার্টি, থুথু পার্টি, ল্যাং মারা, পা পাড়া পার্টির দৌরাত্ম্য বেশি দেখা যায়।

এসব অপরাধী গায়ে পড়ে ঝগড়া বাধায় প্রথমে। তারপর তারা দলবদ্ধ হয়ে কোন ব্যক্তিকে ঘিরে ধরে নানা কৌশলে সর্বস্ব কেড়ে নেয়। এসব অপরাধী দলবদ্ধ থাকার কারণে পথচারীরা তাদের প্রতিরোধ করতে পারে না। হাফ প্যান্ট পার্টি সাধারণত রাতের বেলায় ডাকাতি করে বেড়ায়। ডলার পার্টি লোভ দেখিয়ে কম দামের ডলার বা টাকা দেয়ার নাম করে জাল নোট দিয়ে সটকে পড়ে।

ডলার পার্টির কাজ হচ্ছে স্রেফ প্রতারণা। ঢিল পার্টি গাড়িতে ঢিল ছুড়ে গাড়ির গতিরোধ করে সর্বস্ব কেড়ে নেয়। ছোঁ-মারা পার্টি চলনত্ম রিকসা বা হোন্ডা কিংবা বেবিট্যাক্সি আরোহীদের ছোঁ মেরে ছিনতাই করে নিয়ে দ্রম্নতগতিতে অদৃশ্য হয়ে যায়। অপরাধ করার ধরনের সঙ্গে অপরাধী চক্রের নামের সাদৃশ্য থাকায় এসব নামকরণ করা হয়েছে। যেমন অজ্ঞান পার্টি বা মলম পার্টির নাম ব্যাপক তৎপরতার কারণে খুবই পরিচিত লাভ করেছে অপরাধ জগতে।

কিছু খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব নিয়ে যাওয়ার কারণে নামকরণ হয়েছে অজ্ঞান পার্টি। তেমনি চোখে মলম দিয়ে জোর করে ছিনিয়ে নেয়ার অপরাধীদের নাম দেয়া হয়েছে মলম পার্টি। (মূল বিষয়টি একটি দৈনিক পত্রিকা থেকে নেওয়া)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।