আমাদের কথা খুঁজে নিন

   

সকলি বাজার দরে, যাচ্ছে সমাজ বিকে। ( রি পোস্ট)



যেকথার বাজার ভাল সেকথা শুনবে চল- বাজারে বিকুবেনা , একথা "নেভার " বল। যদি চাও হইতে বড় আগে তুমি বাজার চেন, বুঝে সব কর্ম কর ভাঙ্গেনা বাজার যেন। বাজারে উঠলে পড়ে সকলি বাজার দরে- যাচ্ছে সমাজ বিকে সস্তার বস্তা থেকে। যদি চাও পাইতে সবার মাঝেতে আসন তোমার কথা বল বাজর দরে আস পাশ হিসাব করে। যেন কথা বিকুয় ভাল হোকনা শাদা কি কাল।

শাদা কাল খেলা টাকার এটাও পাচ্ছে বাজার, কালারই শুল্কটা কম শাদা দেয় ভিষম রকম। বিয়েতে আবার শাদা- বড়াবর হচ্ছে রাধা, ওমেয়ে বাজার দরে কাল তাই আটকা পড়ে। পড়ে যারা তারাও আবার চিনিতে হয়যে বাজার, সেখানেও টাকা পেলে নম্বর প্রেক্টিকেলে । চিনিরও বাজারভাল ছিনিমিনি হচ্ছে ভাল পটাপট কয় মন্ত্রী ধরব স্বরযন্ত্রী, লজ্জায় কপিছে বুক- আসলে তাহারি লোক। সংসারে করলে বাজার মানিব্যাগ হোকনা রাজার তাতেও কুলোবেনা লাগবে বাজার চেনা।

বউটাও খুজবে আবার তোমাতে প্রেমের বাজার। প্রেমেতেও বাজার লাগে পকেটে হাজার লাগে, নাহলে বাজার খারাপ মন্দা যায় প্রীতিতে। নয় যাও রাজনীতিতে রাখ হাত দূরনীতে- এ বড় বিরাট বাজার, যদি পার বাজার ধর- পকেট টি কাট প্রজার। প্রজা মন উজার করে তোমাকে রাখবে ধরে রাজাদের বাজারেতে নেচেগেয়ে রাত বিরেতে। মিছিলের স্লোগান ভাল "নিজেদের খেয়ে চল"- নয়ত "নাও বাইয়া দাও" *ক্ষমতা তার হাতে দাও"।

দালাল ও নাস্তিদের বিদেশে দিগুন বাজার মিথ্যার বাজার দিগুন বাজারেও লাগল আগুন। বাজার সে বিষম জিনিশ বাজার সে বড়ই চরা, বাজারের দরের ঠেলায় গেরস্ত যাচেছ মারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।