আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছে নরসিংদীর সাদিয়া শিকদার।



প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারাদেশে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে নরসিংদীর সাদিয়া শিকদার। সে মনোহরদি উপজেলার মনোহরদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৫৯৩, শতকরা নম্বর ৯৮.৮৩। দ্বিতীয় হয়েছে ঝিনাইদহের আড়পাড়া শিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিপান্বীতা তিথি। তার প্রাপ্ত নম্বর ৫৯২, শতকরা নম্বর ৯৮.৬৭।

আর ৫৮৯ নম্বর পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে টাঙ্গাইল জেলার আর কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাসিন তানভীর। তার প্রাপ্ত নম্বরের গড় হলো ৯৮.১৭। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত প্রকাশ করে। সারাদেশে ছাত্রদের উত্তীর্ণের হার ৯০.৪৪ শতাংশ, ছাত্রীদের ৮৭.৫১ শতাংশ।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৮ দশমিক ৮৪ শতাংশ। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছে ৪১.৭৭ শতাংশ, দ্বিতীয় বিভাগ ৩৭.৯৮ শতাংশ এবং তৃতীয় বিভাগ পেয়েছে ২০.২৫ শতাংশ শিক্ষার্থী। দেশের ৬টি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি উত্তীর্ণের হার বরিশালে, ৯২.৯৪ শতাংশ। আর সিলেট বিভাগে উত্তীর্ণের হার সবচেয়ে কম, ৭৮.২৫ শতাংশ। এছাড়া খুলনা বিভাগে উত্তীর্ণের হার ৯১.৩২ শতাংশ, চট্টগ্রামে ৮৯.২৭ শতাংশ, রাজশাহী বিভাগে ৮৯.০২ শতাংশ এবং ঢাকা বিভাগে ৮৮.৯৮ শতাংশ।

শতভাগ উত্তীর্ণ ও সবচেয়ে বেশি প্রথম বিভাগ প্রাপ্তির দিক দিয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ সারাদেশে প্রথম হয়েছে। এরপরের অবস্থানে রয়েছে মনিপুর উচ্চ বিদ্যালয়। আর তৃতীয় অবস্থানে রয়েছে আইডিয়াল স্কুল ও কলেজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.