আমাদের কথা খুঁজে নিন

   

এবার আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালান আপনার অ্যান্ড্রয়েড ফোনে !!!

প্রযুক্তির সাথে থাকতে ভালোবাসি। স্বপ্ন দেখি একটি সুন্দর আগামীর। চেষ্টা করি প্রযুক্তির মাধ্যমে মানুষের জন্য কল্যাণকর কিছু করার। ফেসবুকে আমি www.facebook.com/tjnahid আজ আপনাদের জন্য হাজির হলাম অ্যান্ড্রয়েড ফোনে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালানোর ট্রিক্স নিয়ে । অনেকেই হয়তো প্রক্সি ব্যবহার করে মোবাইলে ফ্রি ইন্টারনেট চালাচ্ছেন ।

কিন্তু প্রক্সি ব্যবহার করে আপনি শুধুমাত্র নির্দিষ্ট Browser দিয়েই ফ্রি ইন্টারনেট চালাতে পারেন । কিন্তু Play Store বা অন্যান্য Browser যেমন : Chrome, Dolphin, Firefox ইত্যাদি দিয়ে ইন্টারনেট চালাতে পারেন না । আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম অ্যান্ড্রয়েড ফোনে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালানোর ট্রিক্স ! >> প্রথমে এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করুন । >> ফাইলটি আনজিপ করুন । >> এর ভিতরের Tun.ko Installer ফাইলটি ইন্সটল করুন ।

>> সুপার ইউজার পারমিশন চাইলে গ্রান্ট করুন। >> চারটি বক্সেই টিক দিন। >> install প্রেস করুন। কিছু সময় অপেক্ষা করুন। >> মিনিমাইজ করে বের হয়ে আসুন ।

>> এবার droidvpn ইন্সটল করুন । >> এখান থেকে অ্যাকাউন্ট Register করে নিন । >> droidvpn এ Email এবং Password দিয়ে Start বাটনে ক্লিক করুন । >> নিচের মতো Screen দেখতে পাবেন । >> Upgrade Later এ ক্লিক করে মিনিমাইজ করে বের হয়ে আসুন ।

>> এবার উপভোগ করতে থাকুন আনলিমিটেড ফ্রি ইন্টারনেট !!! ও হ্যাঁ ! আরেকটি কথা , আপনি একটি অ্যাকাউন্ট থেকে দৈনিক ১০০ MB এর বেশি ডাউনলোড করতে পারবেননা । দৈনিক ১০০ MB এর বেশি ডাউনলোড করতে চাইলে একাধিক অ্যাকাউন্ট Register করে নিন । *** N.B. : >> অবশ্যই GP সিম ব্যবহার করুন । >> আপনার ফোনটি অবশ্যই রুট করা হতে হবে । >> আপনার SD কার্ডে tun.ko নামের একটি ফাইল দেখবেন।

এটা কখনোই ডিলিট করবেন না। >> ইন্টারনেট ব্যবহারের সময় অবশ্যই মোবাইল ডাটা অন রাখুন । >> ভালো স্পীড পেতে যেকোনো একটি ইন্টারনেট মিনিপ্যাক ব্যবহার করুন । >> সাবধানতার জন্য সিমে কোন টাকা না রাখাই ভালো । অ্যান্ড্রয়েড বিষয়ক আরো টিপস ও এক্সক্লুসিভ সব অ্যান্ড্রয়েড অ্যাপস পেতে যোগ দিন এই ফেসবুক পেজে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.