আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্লগ "তারুণ্যর কথা" (নতুন ভাবে আপডেটড) Don't Miss it!!!!!!!!!


বাংলা ইউনিকোড ভিত্তিক একটি ব্লগ সাইট "তারুণ্যর কথা"। যার ডোমেইন www.youthmedia.co.cc । হয়তো ডোমেইন নেমটা দেখে কিছুটা অবাক হচ্ছেন। না হয়ে উপায়ও নেই। গত ১৮ ডিসেম্বর এটি মুক্তি পায় অনলাইন জগতে।

পাওয়ার সাথে সাথে আমিই এটি নিয়ে সামু সহ বিভিন্ন ব্লগে প্রচারনা চালাই। কিন্তু তখন একটা বিতর্কের ঝড় ওঠে। এরকম একটা ব্লগ সাইট কেন ফ্রি ডোমেইনে। আমি শুধু একটি কথাই বলেছি,ডোমেইন কোন দিন সমস্যা হয় না,সমস্যা হয় সার্ভিস দেয়া নিয়ে। ব্লগটির পুর্ব সমস্যা গুলোর মধ্য ছিলঃ ১.বাংলা ফন্ট সমস্যা ও বাংলা লেখা জনিত সমস্যা।

২.ব্লগ ডিজাইন সমস্যা। ৩.ব্লগ অনাকর্ষনিয় ডিজাইন। ৪.ইউজার ফটো সমস্যা। ৫.লোগোহিন ব্লগ। ৬.সবচেয়ে বড় সমস্যা ব্লগটি ফ্রি ডোমেইনে।

এসকল সমস্যার মুখোমুখি হয়ে আমি একজন এডমিন বসে থাকতে পারি না। আমি গ্রুপের সাথে কথা বলি এবং সকল সমস্যার সমাধান করি। ব্লগটির ডিজাইন জনিত সহ সকল সমস্যার সমাধান এখন করা হয়েছে। শুধু তাই নয় এখন আপনি বাংলা লিখতে পারবেন কোন প্রকার সফটওয়্যার ছারা তারুণ্যর কথা ব্লগের "Font Problem?" পেজ থেকে। ফ্রি ডোমেইন সম্পর্কিত একটি কথাই বলার আছে,ডোমেইন নিয়ে চিন্তা করে কি কোন দিন সাইট বানানো হয়?তারুণ্যর কথা বাংলাদেশের অন্যান্য সকল ব্লগের সমান সার্ভিস দিতে সক্ষম।

তাই ডোমেইন কোনদিন সমস্যা নয়। তবে একজন এডমিন হিসেবে এটুকু বলার আছে,শীঘ্রই এটি ফুল ডোমেইনে আসবে আরো নতুন কিছু সুবিধা নিয়ে। তাহলে আর দেরি কেন। এখনই ভিজিট করুন ও রেজিস্ট্রেশন করুন। ওয়েবসাইটঃ www.youthmedia.co.cc
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.