আমাদের কথা খুঁজে নিন

   

কাউয়া শমাচার !!!

শহরের সবচেয়ে পরিচিত পাখির মইধ্যে একটা হলো কালা কাউয়া ওরফে কাক... সকাল হইতে না হইতেই শুরু করে কা...কা... তবে কথা হইছে গিয়া তা না কথা হইলো গিয়া আজ সকালে একটা কালা কুচ কুচা কাক দেখলাম বাসা বানাইতাসে গাছে... চা খাইতে খাইতে ঐদিকে নজর দিলাম... আচমকা খেয়াল করলাম কাকের বাসা থেকে কি জানি একটা পরলো!!! চিক চিক করতাসিলো জিনিসটা!!! কাছে যাইয়া দেখি রিকসার চাকার চিকন লোহা! পুরা বাকানো!! শালার কাক দেহি ইদানিং লোহা লক্কর দিয়া বাসা বানানি শুরু করছে!!! নিশ্চই রানা প্লাজার ধ্বংস হওয়ার কাহিনী টিভিতে দেইখা খড় , কুটা ,ডাল বাদ দিয়া এই কাম শুরু করছে!!! কাক গুলা দিন দিন মর্ডান হইয়া যাইতাসে! যখন দেখলো কয়লা ধুইলে ময়লা যায়না তখন থেকেই সাবান চুরি বাদ দিয়া উল্টা মানুষরে সাবান দিয়া বাশ দিতাসে!! কেমতে কি ? শালার কাক লোহাটা দেখার সময়েই আমার মাথায় দিসে কুকাম কইরা!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।