আমাদের কথা খুঁজে নিন

   

১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস ঘোষনা করলেন অধ্যাপক আনিসুজ্জামান ( উদ্ভোধনী অনুষ্ঠানের ছবিব্লগ)

বন্ধুদের নিয়ে বাঁচি
রাত ৯টা বাজতে ৭ মিনিট আগে অনুষ্ঠানের উপস্থাপক কৌশিক দীর্ঘ ৪ ঘন্টা ধরে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বললেন মনে হয় আমাদের সবার বাসায় রান্না হয়ে গেছে আমরা এবার চলে যেতে পারি। তারপরও এ ওর সাথে সে উনার সাথে তিনি উনার সাথে কথা বলতে থাকছিলেন। বিকাল পৌনে ছটায় শুরু হওয়া উদ্ভোধনী অনুষ্ঠানে আনিসুজ্জামান স্যার ব্লগিং চিন্তার প্রসারে সহায়ক হবে আশা করে ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস ঘোষনা করেন। এর পর ব্লগ কতৃপক্ষ,প্রথম আলো ব্লগের মডারেটর এবং সামহোয়ার ইনের উপস্থিত বলগাররা বক্তৃতা করেন। এই পর্বটি দীর্ঘ ও খুব মজার হয়েছে।

কবিতা আবৃত্তি, গান , স্মৃতিচারন, হাসাহাসি খুব হয়েছে। পিয়াল ভাই দেখলাম ঘুমাইতাছেন,কৌশিক ভাইয়ের বক্তৃতায় মুগ্ধ হয়ে গেলাম। একজন বক্তৃতায় বললেন, এখানে সবাই যেভাবকে একে অপরের প্রতি আন্তরিক মনেই হয়না ব্লগে এদের কেউ কাউকে গালিগালাজ করে। উপস্থাপক বললেন বেশি বেশি ব্লগার সমাবেশ ধরনের অনুষ্ঠান পরস্পরের মধ্যে সদ্ভাব তৈরী করবে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত বিভিন্ন সময়ে ব্লগারদের মনে শ্রদ্ধা, ভীতি,সন্ধেহ,সমিহসহ প্রায় সব ধরনের অনুভুতি জাগানো চাঞ্চল্যকর ব্লগার লোকালটক একমনে কি যেন চিন্তা করেছেন।

| সব মিলিয়ে যে কারণে কষ্ট করে এই লেখাটার কিছুটা লেখলাম তা হলো আমরা যারা অনুষ্ঠানে যাইনি আসলেই অনেক আনন্দ থেকে বঞ্চিত হয়েছি। লাইভ দেখে দুধের স্বাধ ঘোলে কারো কারো মিটেছে নিশ্চয়ই
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।