আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাইম ট্রাভেল প‌্যারাডক্স!


টাইম ট্রাভেল কি সম্ভব! বিখ্যাত এ প্রশ্নটা নিয়ে শত বছরের প্রশ্ন বিজ্ঞানীদের। এ নিয়ে লেখা হয়েছে অসংখ্য গল্প-উপন্যাস। তৈরী করা হয়েছে প্রচুর সিনেমা। প্রায় প্রতিটি সাই-ফাই মেগা সিরিয়ালে (সিজন) টাইম ট্রাভেল নিয়ে একাধিক পর্ব থাকাটা স্বাভাবিক হয়ে দাড়িয়েছে। উদাহরন হিসেবে বলা যায় স্টারট্রেক এন্টারপ্রাইজ, স্টারট্রেক ডীপস্পেস নাইন, স্টারট্রেক ভয়েজার, স্টারট্রেক দ্য নেক্সট জেনারেশন, স্টারগেট-১, স্টারগেট আটলান্টিস, ফারএস্কেপ, দ্যা ৪৪০০, এন্ড্রোমিডা প্রতিটি সাইফাই সিরিজের কথা।

টাইম ট্রাভেল ইন ফিকশন বিজ্ঞানীরাও বিভিন্ন হাইপোথিসিস দাড় করানোর চেষ্টা করছেন টাইম ট্রাভেল এর সম্ভাবনা নিয়ে। সেগুলো নিয়ে মাথা গরম করতে চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন তত্বকথার কচকচানি বাদ দিয়ে টাইম ট্রাভেল নিয়ে সাধারন দুই একটা গপসপ করতে চাই। এর মধ্যে একটা আছে বিখ্যাত দাদা-নাতি প‌্যারাডক্স। ধরা যাক, টাইম ট্রাভেল পদ্ধতি আবিষ্কার হলো হঠাৎ করে। আর আপনি এরকম একটি মেশিনে করে চলে গেলেন অতীতে আপনার বাবার বাবা মানে দাদা'র ছোটোকালের সময়ে।

সেখানে দুর্ঘটনাবশত আপনি আপনার দাদাকে মেরে ফেললেন। তারপর আবার আপনার বর্তমানে ফিরে আসলেন। এখন, যেহেতু আপনার দাদা বাল্য কালেই মারা গেছেন, আপনার বাবার জন্ম হবে না। আপনার বাবা না জন্মালে আপনার জন্ম হবে কিভাবে! তার মানে আপনার জন্ম হবে না। আর আপনি অতীতেও যেতে পারবেন না।

তাহলে কি বলা যায় টাইম ট্রাভেল সম্ভব না! কি জানি! তবে এরপরও বিজ্ঞানীরা টাইম ট্রাভেল এর সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছেন না। আরেকটি প‌্যারাডক্সের কথা ধরা যাক। টাইম ট্রাভেল যদি করা যায় তাহলে অতীতে যেমন যাওয়া যাবে তেমনি ভবিষ্যতেও যাওয়া যাবে। আমরা এখনো টাইম ট্রাভেল মেশিন তৈরী করতে পারিনি। ব্যাপারটা সম্ভব হলে একদিন না একদিন সেটি অবশ্যই আবিষ্কার হবে।

১০০ বছর না হোক, ৫০০ বছর না হোক, ১০,০০০ বছর পরে হলেও সেটি নিশ্চয়ই আবিষ্কার হবে। তখন সেই ১০,০০০ বছর (হয়তো আরও পরের) পরের কেউ নিশ্চয়ই টাইমমেশীনে করে অতীতে বেড়াতে আসতো। আর আসলে কি আমরা তা দেখতাম বা জানতাম না? কি জানি, হয়তো অথবা হয়তো বা না। হয়তো ট্রাইম ট্রাভেল সম্ভব বা সম্ভব না। আর সাই-ফাই দেখে দেখে আমাদের স্বপ্নই বুনে যেতে হবে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.