আমাদের কথা খুঁজে নিন

   

দেশীয় নির্মাতার তৈরী ইউ আর এল সর্টেনীং টুল



ইউ আর এল সর্টেনীং টুল আজকের হট টপিক । ফেসবুকের পর গুগলও নিয়ে এল নিজস্ব ইউ আর এল সর্টেনীং সার্ভিস । এবার এল দেশীও নির্মাতার তৈরী দেশী এক ইউ আর এল সর্টেনীং সার্ভিস (নির্মাতাটা আমি নিজেই ! প্লিজ হাসবেন না) । এটা হল ইজ (ezze.tk)View this link এটাকে বাংলায় করিনি , কারণ সাইটিতে লেখা আছে মাত্র দুই লাইন (!) , এতটুকু ইংরেজীতো আমিও পারি অন্যরাতো পারবেই । একটু কোডিং জানলেই এই ধরনের সাইট করা সম্ভব (আমি পেরেছি ! , এখন বুঝুন ! ) (শুধু কাট কপি পেষ্ট জানলেও হবে ) । আল্লাহ বাচালে শীঘ্রই এটা বানানোর পদ্ধতি নিয়ে পোষ্ট দিব । ধন্যবাদ সামুর এক ব্লগার ভাইয়াকে (নামটা মনে নাই) তার পোষ্ট দেখেই এই কাজটার আইডিয়াটা পাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.