আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের রাজনিতি তে সেরা-৫। ডিজিটাল রেন্কিং।

আশা নাই তাই মশারির ভেতর মশা ও নাই।

বাংলাদেশের রাজনিতিবিদরা এখন সেলিব্রেটির পর্যায়ে। তাদের এন্টারটেইনিং বক্তব্যে জাতির ফুসফুস ভাল থাকে। তাই বাংলাদেশের এই সব রাজনিতিবিদদের নিয়ে গত সপ্তাহে শুরু হয়েছিল ডিজিটাল টপ-৫। দেখা যাক এ সপ্তাহের টপ-৫।

(ভিন্নমত থাকলে অবশ্যই উল্যেখ করবেন। ) ৫) সাহারা খাতুন: বর্তমান স্বরাস্ট্রমন্ত্রী। খেতাবঃ ছুটা বুয়া। বিশেষত্বঃ মহীলার তুলনা উনি নিজেই। মহিলারে যে কি দিয়া তৈয়ার করা হইয়াছে তা কেবল পরম করুনাময় ছাড়া আর কারও বলার সধ্য নাই।

সত্য হতে বহু দূরে উনার অবস্থান। বর্ত্মানেঃ "আউয়ামিলিগ এর সময় কোনও ক্রস ফায়ার হয়নি" এর মত বিশেষ বিশেষ বাণি উনার মুখ দিয়ে বেরিয়েছে। তাছাড়া উলফা নেতা রাজখোয়া সম্পর্কিত মিথ্যাচারে উনি সেরা ৫ এ আছেন। ৫ নম্বরে সাহারা খাতুনের অবস্থন। ৪)সজীব ওয়াজেদ জয়: শেখ হাসীনার পুত্র।

খেতাবঃ প্রবাসী রাজপুত্র। বিশেষত্বঃ ভবিস্যতে কোনও একদিন ইনি আউয়ামিলিগএর কান্ডারী হওয়ার সম্ভাবনা। অথচ যুক্তরাস্ট্রের মায়া উনি কোনও কারণে ত্যাগ করতে পারছেন না। বর্তমানেঃ অতি সাম্প্রতিক উনার বিরুদ্ধে ৩৫ কোটি টাকার দুর্নিতীর অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয় "শেভরন" কে বিনা টেন্ডারে কাজ পাইয়ে দিতে ৩৫কোটি টাকা অংকের ঘুষ গ্রহন করেন।

বিষয় টি এখনও তদন্তাধীন। তবে যেহেতু দূর্নিতীর অভিযোগ অর্থাৎ বোঝা যাচ্ছে জয় আসলেই রাজনিতীতে আসছেন। বাংলাদেশের রাজনিতী তে জয় কে স্বাগতম। অবিষেকেই জয় টপ-৫এ। ৩)তারেক রহমানঃ জিয়াউর রহমানের পুত্রঃ খেতাবঃ মিঃ ১০% বিশেষত্বঃ যোগ্য বাপের অযোগ্য সন্তান।

টাকা গুনতে হ্য় একশ কোটি থেকে এটা আমরা তারেক রহমান থেকে শিখি। হাওয়া ভবন বিদ্দুৎ খাম্বা সহ বিভিন্য ইসসু তে তিনি অনেক সুনাম অর্জন করেছেন। বর্ত্মানেঃ দুর্নিতীর এই “লিওনেল মেসি” কে “বি এন পি” সিনিওর ভাইস চেয়ারপার্সন করে গত সপ্তাহে। জাতি এতে আহ্লাদিত। কিন্ত তিনি এসপ্তাহে তার অবস্থান ধরে রাখতে পারেননি।

তবে তারেক রহমান এখনও ৩ নম্বরে আছেন। ২)সালাউদ্দিন কাদের চৌধুরিঃ বি এন পি নেতা। খেতাব: পিছ্‌লা। বিশেষত্ব: সাংবাদিকদের প্রিয় পাত্র। আত্ম স্বিক্রিত রাজাকার পুত্র।

যা মুখে আসে উনি তাই বলেন। বাংলাদেশে গনতন্ত্র শুধু উনার জন্যই আছে। ভদ্রলোক মুখ খুল্লেই নিউজ হয়ে যায়। বর্তমানে: বংগবন্ধু হত্যা মামলা প্রসঙ্গে তার স্টাইলে কথা বলা এবং পরবর্তি তে মামলা, গ্রেফতারী পরোয়ানা, ও জামিন লাভ এর কারণে তিনি আলচনায় আছেন। গত শুক্রবারে এই নতুন স্টিয়ারিং কমিটির সদস্য সিভিল সোসাইটি কে ইভিল সোসাইটি বলেন এবং তারেক কে ত্বণমূলএর দাবি আখ্যায়িত করেন।

উনার এই হঠাৎ পল্টির জন্য এ সপ্তাহে উঠে এসেছেন ২য় স্থানে। ১)আলী আহ্‌সান মো: মুজাহীদ: জামাত নেতা খেতাব: যুদ্ধাপরাধী (আপাতত) বিশেষত্বঃ ৭১ এ যুদ্ধাপরাধ এবং অত:পর এই বাংলাদেশের রাজনিতী তে অবাধ বিচরণ, মুক্তিযুদ্ধ নিয়ে যখন খুশি, যেমন খুশি মন্তব্য এসবই তার বিশেষত্ব বর্তমানে: "আমরা স্বাধীনতা এনেছি, আমরাই তা রক্ষা করব। " ভদ্রলোকের এই ধ্রুব সত্য মন্তব্যে জাতী নির্বাক। জাতি এখন রাজাকার শেখ মুজিবের ফাঁসী চাইবে কি না ভাবছে। এই অসাধারণ মন্তব্যের জন্য উনি এক লাফে ১ম ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.