আমাদের কথা খুঁজে নিন

   

****** বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর ******

ইচ্ছে ঘুড়ি......নাটাই ছাড়া উঁড়ে চলছে...

ভোর আপুর এই ব্লগটির সাথে অনেকেই পরিচিত। সেই কারনেই নামটি ব্যবহার করছি। আপুর আগ্রহে বলেন বা প্ররোচনায় বলেন আমার এই ব্লগ সাইটে আসা। আপুই আমাকে এই সাইট সম্পর্কে জানায় , কিভাবে কি করতে হবে , কত দিন লাগবে ইত্যাদি ইত্যাদি। আপুর সম্পর্কে এত কিছু বলছি কারন আজকের ব্লগটা আমি আপুর জন্যই লিখছি।

আপুর সাথে আমার পরিচয় নেট এ। আমার নেট এর সবচেয়ে কাছের কিছু মানুষের মধ্যে আপু অন্যতম একজন। আপুর সাথে আমি আমার প্রায় সব কিছুই শেয়ার করতাম। এরই মধ্যে ভাইয়ার সাথে ও আমার পরিচয় হয়ে গেল। ভাইয়া ও অনেক সুইট।

আমি একটু ব্যস্ত হয়ে যাওয়ায় নেট এ আসতে পারছিলাম না আবার যোগাযোগ ও রাখতে পারছিলাম না। আপু ও আমার সাথে কোন যোগাযোগ রাখছিল না। আপুর প্রতি অনেক রাগ হতে লাগলো। নেট এ এসে দেখি আপু নেট এ ও নাই। তখন একটু চিন্তা করছিলাম যে আপু তো নেট ছাড়া থাকার মানুষ না।

নিশ্চিত আপুর কোন সমস্যা হয়েছে। তখন আপুকে ফোন করলাম। ভাইয়া ফোন রিসিভ করলো। জানলাম আপু আজ প্রায় ৪৫দিনের মত অসুস্থ। সম্পুর্ন বেড রেস্ট এ আছে।

শুনে বেশ খারাপ লাগলো। ঠিক করলাম বিকালে আপুকে দেখতে যাব। যেই চিন্তা সেই কাজ। বিকালে রওনা হয়ে গেলাম আপুকে দেখতে। সে এক বিশাল জ্যাম শেষ করে গেলাম যেই ক্লিনিকে আপু আছে ঐ ক্লিনিকে।

পরিচয়ের পর এই প্রথম আপুর সাথে আমার দেখা। এইভাবে এই পরিবেশে আপুর সাথে আমার দেখা হবে এটা আমি বা আপু বা ভাইয়া কেউ স্বপ্নে ও ভাবি নাই। আমি যতটা অসুস্থ আপুকে ভাবছিলাম দেখলাম আপু তার চেয়েও অনেক বেশী অসুস্থ। কিন্তু সেটা আমি আপুকে বুঝতে দিতে চাই নি। আমি আমার স্বভাব সুলভ মজা করতে লাগলাম।

কিন্তু আমার অনেক ইই খারাপ লাগছিল আপুকে দেখে। কিছুক্ষণ থাকার পর আমি চলে আসলাম। আসার পথে ভাবতে লাগলাম কি করা যায়। তখন চিন্তা করলাম কিছু করতে না হয় নাই পারলাম , অন্তত সবার কাছে আপুর জন্য দোয়া তো চাইতে পারি। আর যেখানে আপু সবচেয়ে বেশী সময় কাটাতো , এই ব্লগ সাইটে সেখানেই এই খবরটা আগে জানানো উচিত।

এই সাইটে আপুর ব্লগ গুলি পরেছে আর তা ভাললাগে নাই এমন মানুষ নাই । অনেকেই আমার মত আছে যারা অপেক্ষায় থাকে কবে আপুর পরবর্তি ব্লগ আসবে। আজ আপু অসুস্থ। সবার কাছে বিনীত আবেদন আপুর জন্য ,একজন ভাল ব্লগারের জন্য মন থেকে দোয়া করবেন। আপু যেন খুব দ্রুত আবার ব্লগ লিখতে পারে।

"ভোর আপু আপনি জলদি সুস্থ হয়ে যান। আবার ব্লগ লিখতে শুরু করেন। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।