আমাদের কথা খুঁজে নিন

   

খালি আর দিয়েন না দিন রাইত দুখ্খের সাপ নাড়া!

সুন্দর সমর

রাস্তার কম বয়সী মাইয়্যা একটারে দেখলাম কয়টা টাকা হাতে দিয়া তারে জিজ্ঞাসা করলাম, বিজয় দিবসের ফুর্তিতে ভরে আছে মন চারধারে কি সব দারুণ আয়োজন! তা তোমার দিন কেমন কাটে! উত্তরে সে বলল, দিনে দশবারো বার যার যায়, তার ফাটে। শরীরের বেবাক ফাটা তারা ঘাটে! খাইতে দিবো কইয়্যা ফুসলাইয়া 'ন্যায়' ন্যাংটা ছবি তোলে কিংবা ভইর্যা দ্যায়! কামের নাম কইয়্যা যারা দ্যায় ডাক কাছে গেলে শরীরে নামে ভুখা কাউয়ার ঝাঁক! রাইত স্টেশনে কাটে কিংবা রাস্তায় রাস্তায় মাগনা কোথাও না, আর কিছু না হোক উচা নিচা হাতড়ায়। টাকা দিছেন রাজী আছি যা ইচ্ছা করেন, উসুল নিতে য্যামনে খুশী নড়েন চড়েন! আপনাগো ফূর্তি নিয়া থাকেন আপনারা! খালি আর দিয়েন না দিন রাইত দুখ্খের সাপ নাড়া!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.