আমাদের কথা খুঁজে নিন

   

সঞ্জীবদার ৪৫তম জন্মদিনে একটি খোলা চিঠি

গভীর কিছু শেখার আছে ....

.......................................................................... সঞ্জীবদা, ১৯৬৪ সালে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করে পৃথিবীর বুকে এসেছিলে তুমি। সেদিন আকাশের তারাগুলো কেউ কাউকে তোমার কথা বলাবলি করেছিলো না তা হয়তো আমি জানি না। কিন্তু শুধু জানি আলোকছটা হয়েই তুমি এসেছিলে। আর এ কারণে হয়তো হারিয়েও গেলে আরো আগে, যখন তোমাকে হয়তো আরো বেশি প্রয়োজন ছিলো। আমি হয়তো গান গাইতে পারি না, কিংবা গানের ব্যাকরণও হয়তো বুঝি না; কিন্তু গান তো ভালোবাসি। আর সেই ভালোবাসায় যে তুমি নিজেও কিভাবে ঠাঁয় করে নিয়েছিলে তা হয়তো তুমি নিজেও জানো না! শুধু কি আমার? আরো কত শত ভক্ত-সাগরেদ যে তুমি রেখে গিয়েছো তা হয়তো তুমি কল্পনাও করতে পারবে না! পেশা হিসেবে সাংবাদিক ছিলে। আর সেই পেশার সঙ্গেই তো নিত্য আমার সখ্যতা। অথচ সেখানেও তো অবাক হয়েই ভাবি যে, কিভাবে তোমার স্পর্শ আমি পেয়েছিলাম! সাংবাদিকতা আর সঙ্গীতে তোমার মোহগ্রন্থ অনুসারীরা তোমার অভাব আজ বড্ড অনুভব করে। " আমাকে অন্ধ করে দিয়েছিলো চাঁদ, তোমার বাড়ির রঙের মেলায়, কার ছবি নেই কেউ কি ছিলো, তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও, কালা পাখি শোন তোর চোখ কান কিছু নাই, আগুনের কথা বন্ধুকে বলি দুহাতে আগুন তাড়ো, গাড়ি চলে না, আমার বয়স হলো সাতাশ, ছুড়িচিকিৎসা, কাটামন, ভুল দরজায়, সাদা ময়লা রঙিলা পালে, রিক্সা কেন আস্তে চলেনা, রঙ্গীলা, তখন ছিলো অন্ধকার, আহ, ইয়াসমিন, কথা বলবো না, চোখ ..... " - তোমার অসাধারণ এই গানগুলো শুনি আর মনে হয় আরো কিছু গান কি তোমার কাছে পাওনা ছিলো না? অথচ তুমি সেই পাওনা শোধ না করেই চলে গেলে? অথচ এভাবে তো তোমার যাবার কথা ছিলো না ...... অথচ সেই উত্তরটাও তো দিয়ে গেলে না ...... অব্যক্ত মনের ব্যথা অব্যক্ত হয়ে গেলো সারাটা জীবন ...... বড্ড মিস করছি তোমাকে সঞ্জীবদা.... .......................................................................... * ২৫ ডিসেম্বর সঞ্জীবদার ৪৫তম জন্মদিন উপলক্ষে এ পোস্টটি তাকে উৎসর্গ করলাম * [ছবি : সঞ্জীবদার সঙ্গে স্ত্রী শিল্পী ও একমাত্র মেয়ে কিংবদন্তী।]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।