আমাদের কথা খুঁজে নিন

   

কিছু দেশাত্মবোধক গানের লিরিক্স



মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি সুখের হাসির জন্য অস্ত্র ধরি। । যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা যার নদী জলে ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা। যে নদীর নীল অম্বরে মোর মেলছে পাখা সারাটি জীবন সে মাটির গানে অস্ত্র ধরি। ।

নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি― মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। । যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে যে শিশুর কান্না হাসিতে আমার বিশ্ব ভোলে যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খুঁজে সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি। । মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি সুখের হাসির জন্য আজি অস্ত্র ধরি।

ডাউনলোড লিংক ............................................................................ একবার যেতে দে না একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়। যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু মুহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। পিদিম জ্বালা সাঁঝের বেলা শান বাঁধানো ঘাটে। গল্প কথার পানশী ভিড়ে রুপ কাহিনীর বাটে। মধুর মধুর মায়ের কথায় প্রান জুড়িয়ে যায়।

ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো ক্ষেতে। মৌ মৌ মৌ গন্ধে যেথায় বাতাস থাকে মেতে। মমতারই শিশিরগুলো জড়িয়ে থাকে পায়। ডাউনলোড লিংক ............................................................................ আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় চিত্কার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা’কিছু মহান বরণ করেছি বিনয় শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | ডাউনলোড লিংক ............................................................................ এক সাগর রক্তের বিনিময়ে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না। দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা আমরা তোমাদের ভুলব না।

যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির এ বারতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না। কৃষাণ-কৃষাণীর গানে গানে পদ্মা-মেঘনার কলতানে বাউলের একতারাতে আনন্দ ঝংকারে তোমাদের নাম ঝংকৃত হবে। নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারী রবে। আমরা তোমাদের ভুলব না। ।

ডাউনলোড লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.