আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু : আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল ! অথচ কাটা মাথা পাওয়া গেছে ১দিন আগে



কুষ্টিয়া জেলার আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু বলেছেন, আগের যে কোন সময়ের তুলনায় বর্তমানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। যে কোন মূল্যে এ অবস্থা ধরে রাখতে হবে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ‘খুবই ভাল’ অবস্থায় দেখতে চাই। অথচ এর একদিন আগেই কুষ্টিয়ার স্বস্তিপুর গ্রামে একজনের খন্ডিত দেহ উদ্ধার করে পুলিশ। এর ৪কিলোমিটার দুরে ভাদালিয়া বাজারে পাওয়া যায় তার কাটা মাথা।

এ সভায় পরিস্থিতি এমন ছিল যে, এক কাটা মাথায় কুষ্টিয়ার আইন শৃঙ্খলার অবনতি হয়না। অন্তত তিনটি কাটা মাথা প্রয়োজন হয়। প্রতিমন্ত্রী টুকু আরো বলেন, চরমপন্থিরা এখন পালিয়েছে। তাদের সাথে সম্পৃক্ত লোকজন এখনো নানা অপতৎপরতা চালাচ্ছে। তাদেরকে হুশিয়ার করছি চরমপন্থিদের সাথে সম্পৃক্ততা বাদ দেন।

নতুবা যে দলের বা যত ক্ষমতাশালীই হোন না কেন আপনাদের কাউকে ছাড় দেয়া হবে না। রোববার বিকেলে তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য কে এইচ রশীদুজ্জামান। আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান, খুলনা বিভাগের ডিআইজি শেখ হেমায়েত উদ্দিন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক মিজানুর রহমান, বিডিআর কুষ্টিয়া সেক্টরের প্রধান লে. কর্ণেল জাহিদ। এ সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সরকারি কলেজের প্রধান, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, আইনজীবি, সাংবাদিক ও পরিবহন মালিকগন উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী কুষ্টিয়া সার্কিট হাউজে আওয়ামী লীগের নেতা কর্মিদের সাথে মতবিনিময় করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.