আমাদের কথা খুঁজে নিন

   

জাফরউল্লাহ্ শরাফতের নতুন মুদ্রাদোষ

http://www.facebook.com/Kobitar.Khata
বাংলাদেশের ফুটবল খেলা দেখা হয়না অনেক বছর। দেশপ্রেমের অভাব নাই কিন্তু ফুলবল মানে যে সবাই মিলে একটি বলকে উল্টা পাল্টা যে যেমন পারো লাথি মারো তা নয় এটা বুঝতে পারি। বাংলাদেশ জিতলে ভাল লাগে কিন্তু খেলা দেখতে বিরক্ত লাগে। ইচ্ছা হয় শালাদের পাছায় ফুটবলের মতো লাথি দিতে। মাথা গরম হয়ে যায় তাই খেলা দেখিনা।

যাইহোক, সন্ধ্যায় বসে বসে ব্লগিং করছিলাম। পাশের রুমে বড় ভাই খেলা দেখছিল। অনেকক্ষণ পিসির সামনে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছিল তাই ভাবলাম একটু খেলা দেখা যাক। আমি খেলা দেখতে আসলাম আর ওদিকে ধারাভাষ্য দিতে এলো ''বিশ্বখ্যাত, বিশ্ব নন্দিত, এইকালের দুর্দান্ত ভাষ্যকার'' চৌধুরী জাফর উল্লাহ্ শরাফত। এক দিকে বাংলাদেশের ফালতু খেলা আরেক দিকে শরাফত সাহেব, বুঝুন অবস্থা।

সব মিলিয়ে মিনিট পাঁচেক খেলা দেখলাম। এর মধ্যে শরাফত সাহেবের আরেকটি মুদ্রাদোষ আবিষ্কার কলাম। যখনি গ্যালারির দর্শকদের টিভি পর্দায় দেখায় তখনটি তিনি বলে উঠেন '' প্র....চু.....র দর্শক'' পাঁচ মিনিটে কমপক্ষে ৭/৮ বার এই শব্দটি শুনতে হলো। জয়তু জাফরউল্লাহ শরাফত শরাফতকে নিয়ে আরো পোষ্ট। উনি চৌধুরী জাফরউল্লাহ্ শরাফত।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।